তোমাকে ডাকি যদি একবার আল্লাহ লিরিক্স tumake daki jodi akbar Allah lyrics আবদার গজল
তোমাকে ডাকি যদি একবার আল্লাহ
আমাকে কাছে টানো বারবার
যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই
দিও দিশা এইটুকু আবদার
আল্লাহ আমাকে কাছে টানো বারবার
তোমাকে ডাকি যদি একবার আল্লাহ
আমাকে কাছে টানো বারবার।
১) দুনিয়ার বুকে আমি এক মুসাফির
বুনে যাই প্রতিদিন গুনাহের জাল
স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়
আসবে কি কাঙ্খিত সোনালি সকাল
দুনিয়ার বুকে আমি এক মুসাফির
বুনে যাই প্রতিদিন গুনাহের জাল
স্বপ্নের আদল বেঁধে রাতে করে ভিড়
আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল
হয়ে গেলে পেরেশান
ও আমার রহমান
হয়ে গেলে পেরেশান
ও আমার রহমান
জিকিরে হতে দিও একাকার
আল্লাহ আমাকে কাছে টানো বারবার।
তোমাকে ডাকি যদি একবার আল্লাহ
আমাকে কাছে টানো বারবার ।
২) বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন
তুমি ছাড়া কে বলো করে দেবে দূর
তোমার দয়া প্রভু জানি সীমাহীন
ক্বলবে দাও জ্বেলে ঈমানের নূর
বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন
তুমি ছাড়া কে বলো করে দেবে দূর
তোমার দয়া প্রভু জানি সীমাহীন
ক্বলবে দাও জ্বেলে ঈমানের নূর
বেলা শেষে কেউ নেই
সান্তনা তোমাতেই
বেলা শেষে কেউ নেই
সান্তনা তোমাতেই
তুমি ছাড়া নেই কেউ এ আমার।
আল্লাহ আমাকে কাছে টানো বারবার
তোমাকেই ডাকি যদি একবার আল্লাহ
আমাকে কাছে টানো বারবার
যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই
দিও দিশা এইটুকু আবদার
আল্লাহ আমাকে কাছে টানো বারবার
তোমাকে ডাকি যদি একবার আল্লাহ
আমাকে কাছে টানো বারবার।
এই গজলটি শুধু একটি সংগীত নয়, এটি একজন আত্মিক পথিকের অন্তরের গভীরতম আকুতি। "তোমাকেই ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার"—এই পঙ্ক্তিগুলো যেন আমাদের জীবনের প্রতিটি ভুল, প্রতিটি দুর্বলতার পর আল্লাহর দিকে ফিরে যাওয়ার এক অনবদ্য প্রার্থনা।
এই গজলের প্রতিটি শব্দে রয়েছে এক গভীর আত্মসমর্পণ, এক নির্ভরতা, এক বিশ্বাস—যে আল্লাহ কখনো তাঁর বান্দাকে ফিরিয়ে দেন না। যখন আমরা পথ হারিয়ে ফেলি, যখন মন ক্লান্ত হয়ে পড়ে, তখন এই গজল আমাদের মনে করিয়ে দেয়—আল্লাহর দরজা সবসময় খোলা।
🎶 গজলের আবেদন:
এটি আমাদের আত্মাকে জাগ্রত করে, আল্লাহর রহমতের দিকে আহ্বান জানায়।
আমাদের ভুলগুলোকে স্বীকার করে, তাঁর করুণার আশ্রয়ে ফিরে যাওয়ার সাহস দেয়।
এটি শুধু ধর্মীয় অনুভূতির নয়, বরং মানবিক দুর্বলতারও এক অনবদ্য প্রকাশ।
এই গজলটি শুনে যদি আপনার হৃদয়ে একটুও আন্দোলন হয়, তবে বুঝে নিন—আল্লাহ আপনাকে ডাকছেন। তাঁর দিকে ফিরে যাওয়ার সময় এখনই।
#ইসলামিকগজল #আল্লাহরদয়া #আত্মিকযাত্রা #বাংলাগজল #আল্লাহকেডাকি #রুহানিয়াত #গজলপ্রেমী #আল্লাহরনিকট #বাংলাব্লগ #আধ্যাত্মিকতা
#আবদার
Comments
Post a Comment
আপনার মতামত শেয়ার করুন। দয়া করে শালীন ভাষা ব্যবহার করুন। অপ্রাসঙ্গিক বা স্প্যাম কমেন্ট অনুমোদিত হবে না।"
"Share your thoughts! Please use respectful language. Irrelevant or spam comments will not be approved."