Posts

Showing posts from June, 2022

Tumi Muhammad rasul lyrics

Image
তুমি মোহাম্মাদ রাসুল লিরিক্স তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তোমার প্রেমে আমার এ মন হয়েছে ব্যাকুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মদ রাসুল ১) শান্তি সুখের পরশ নিয়ে করলে  আগমন  সেই খুশিতে উঠল মেতে সুখে এ ভুবন শান্তি সুখের পরশ নিয়ে করলে আগমন  সেই খুশিতে উঠল মেতে সুখে এ ভুবন তোমার নামে দুরুদ পড়ে  তোমার নামে দুরুদ পড়ে , বিশ্ব মানবকুল। তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল ২) আলোর পথের দিশা তুমি ভাঙলে হাজার ভুল   তুমি আমার প্রিয় নবী, মোহাম্মাদ রাসূল  আলোর পথের দিশা তুমি ভাঙলে হাজার ভুল   তুমি আমার প্রিয় নবী, মোহাম্মাদ রাসূল  দূর মদিনার বুকে ফোটা,  দূর মদিনার বুকে ফোটা,তুমি সেরা ফুল। তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল English lyrics: Tumi Muhammad rasul  Tumi Mohammad Ra...

AI sundor ful sundor gol lyrics

Image
এই সুন্দর ফুল, সুন্দর ফল লিরিক্স   এই সুন্দর ফুল, সুন্দর ফল মিঠা নদীর পানি      (খোদা) তোমার মেহেরবানী।। এই শস্য-শ্যামল ফসল ভরা মাটির ডালিখানি        (খোদা) তোমার মেহেরবানী।। এ         তুমি কতই দিলে রতন        ভাই-বেরাদার পুত্র-স্বজন,  ক্ষুধা পেলে অন্ন জোগাও মানি চাই না মানি।। ঐ  খোদা! তোমার হুকুম তরক করি আমি প্রতি পায়, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়।         শ্রেষ্ঠ নবি দিলে মোরে         তরিয়ে নিতে রোজ-হাশরে           পথ না ভুলি তাইতো দিলে            পাক-কোরানের বাণী।। ঐ        - কাজী নজরুল ইসলাম  এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি এই গজলটি কাজী নজরুল ইসলামের লেখা একটি অনন্য ইসলামিক রচনা, যেখানে তিনি গভীরভাবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, আত্মসমর্পণ এবং মানবিক দুর্বলতার স্বীকারোক্তি প্রকাশ করেছেন। এটি শুধু একটি ধর্মীয় সংগীত নয়, বরং এক আত্মিক উপলব্ধির প্রতিচ্ছ...