Posts

Showing posts with the label নামাজ

Tumi Muhammad rasul lyrics

Image
তুমি মোহাম্মাদ রাসুল লিরিক্স তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তোমার প্রেমে আমার এ মন হয়েছে ব্যাকুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মদ রাসুল ১) শান্তি সুখের পরশ নিয়ে করলে  আগমন  সেই খুশিতে উঠল মেতে সুখে এ ভুবন শান্তি সুখের পরশ নিয়ে করলে আগমন  সেই খুশিতে উঠল মেতে সুখে এ ভুবন তোমার নামে দুরুদ পড়ে  তোমার নামে দুরুদ পড়ে , বিশ্ব মানবকুল। তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল ২) আলোর পথের দিশা তুমি ভাঙলে হাজার ভুল   তুমি আমার প্রিয় নবী, মোহাম্মাদ রাসূল  আলোর পথের দিশা তুমি ভাঙলে হাজার ভুল   তুমি আমার প্রিয় নবী, মোহাম্মাদ রাসূল  দূর মদিনার বুকে ফোটা,  দূর মদিনার বুকে ফোটা,তুমি সেরা ফুল। তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল English lyrics: Tumi Muhammad rasul  Tumi Mohammad Ra...

namazke bolo na kaz ace

 নামাজকে বলোনা কাজ আছে। নামাজকে বলোনা কাজ আছে  কাজকে বলো আমার নামাজ আছে।  নামাজকে বলোনা কাজ আছে  কাজকে বলো আমার নামাজ আছে।  নামাজ বিহীন পরপারে  কি জবাব দিবে তুমি প্রভুর কাছে  নামাজকে বলোনা কাজ আছে  কাজকে বলো আমার নামাজ আছে।  ফজর কাটে ঘুমের  ঘোরে,  যোহর কাজে কাজে  আসর কাটে খেলাধুলায়  মাগরিব মাঝে মাঝে  এশার সময় হয়ে গেলে  থাকো মিছে দুনিয়ার পিছে  নামাজকে বলো না কাজ আছে  কাজকে বলো আমার নামাজ আছে  প্রভুর হুকুম মানো রে ভাই  থাকো তুমি যেথায়   সময় গেলে পাবে না ফিরে  মরণ তোমায় লইবে ঘিরে  জেনে রেখো মরন তোমার অতি কাছে  নামাজকে বলো না কাজ আছে  কাজকে বলো আমার নামাজ আছে।