Posts

Showing posts with the label রমজানের গজল

Tumi Muhammad rasul lyrics

Image
তুমি মোহাম্মাদ রাসুল লিরিক্স তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তোমার প্রেমে আমার এ মন হয়েছে ব্যাকুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মদ রাসুল ১) শান্তি সুখের পরশ নিয়ে করলে  আগমন  সেই খুশিতে উঠল মেতে সুখে এ ভুবন শান্তি সুখের পরশ নিয়ে করলে আগমন  সেই খুশিতে উঠল মেতে সুখে এ ভুবন তোমার নামে দুরুদ পড়ে  তোমার নামে দুরুদ পড়ে , বিশ্ব মানবকুল। তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল ২) আলোর পথের দিশা তুমি ভাঙলে হাজার ভুল   তুমি আমার প্রিয় নবী, মোহাম্মাদ রাসূল  আলোর পথের দিশা তুমি ভাঙলে হাজার ভুল   তুমি আমার প্রিয় নবী, মোহাম্মাদ রাসূল  দূর মদিনার বুকে ফোটা,  দূর মদিনার বুকে ফোটা,তুমি সেরা ফুল। তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল English lyrics: Tumi Muhammad rasul  Tumi Mohammad Ra...

romjan alo romjan alo lyrics

  রমজান এলো, রমজান এলো এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো এলো মাহে রমজান।  ১) ঈমানের রঙ্গে রাঙ্গাও হে ভাই ঈমানের রঙ্গে রাঙ্গাও হে ভাই তোমার দিল বাগান।  রমজান এলো, রমজান এলো এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো এলো মাহে রমজান।  ২) ইবাদতের মাসে সবাই, পূণ্য করো সঞ্চয়  প্রভুর কাছে কেঁদে কেঁদে, করো প্রভুর মন জয়।  ইবাদতের মাসে সবাই, পূণ্য করো সঞ্চয়  প্রভুর কাছে কেঁদে কেঁদে, করো প্রভুর মন জয়।  তোমার তরে মহান প্রভু, তোমার তরে মহান প্রভু বেহেশতটাকে সাজান.........… রমজান এলো, রমজান এলো এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো এলো মাহে রমজান।  ৩) রোজা রাখো, পড় তারাবীহ, করো তিলাওয়াত জান্নাতেরি নূরে নূরে করো, তোমারই দিল আবাদ। মাফ চেয়ে নাও প্রভুর কাছে মাফ চেয়ে নাও প্রভুর কাছে শোন ক্ষমার আযান..................... রমজান এলো, রমজান এলো এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো এলো মাহে রমজান।  ৪) তওবা করো, তবেই পাবে, পাক ঈমানের স্বাদ   শেষ দশকের ইতেকাফে, খোঁজ কদরের রাত।  রমজানে যে পায় না ক্ষমা  রমজানে যে পায় না ক্ষমা সেই তো নাদান……...

mahe romzan alo bosor gure lyrics

  মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দ্বারে দ্বারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দ্বারে দ্বারে। ১) রহমতেরই বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে  রহমতেরী বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দ্বারে দ্বারে । ২) পাপী-তাপী আয়রে ছুটে, খোদার রহম তোরা নেরে লুটে, পাপী-তাপী আয়রে ছুটে, খোদার রহম তোরা নেরে লুটে, পাহাড় সমান গুনার বোঝা, পাহাড় সমান গুনার বোঝা, দিবেন রহিম সকল ক্ষমা করে। মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দ্বারে দ্বারে। ৩) গুনাহ মাফের এইতো সু্যোগ, খোদার রহম পাবার এইতো সু্যোগ, গুনাহ মাফের এইতো সু্যোগ, খোদার রহম পাবার এইতো সু্যোগ, এই সুযোগে নাওগো তুমি, এই সুযোগে নাওগো তুমি, খোদার রঙ্গে জীবন রঙ্গিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দ্বারে দ্বারে । মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দ্বারে দ্বারে।