Posts

Showing posts with the label শবে বরাতের গজল

তোমাকে ডাকি যদি একবার আল্লাহ লিরিক্স tumake daki jodi akbar Allah lyrics আবদার গজল

  তোমাকে ডাকি যদি একবার আল্লাহ    আমাকে কাছে টানো বারবার   যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই  দিও দিশা এইটুকু আবদার  আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার।  ১) দুনিয়ার বুকে আমি এক মুসাফির   বুনে যাই প্রতিদিন গুনাহের জাল  স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়  আসবে কি কাঙ্খিত সোনালি সকাল  দুনিয়ার বুকে আমি এক মুসাফির  বুনে যাই প্রতিদিন গুনাহের জাল  স্বপ্নের আদল বেঁধে রাতে করে ভিড়  আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল  হয়ে গেলে পেরেশান  ও আমার রহমান   হয়ে গেলে পেরেশান  ও আমার রহমান  জিকিরে হতে দিও একাকার  আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ  আমাকে  কাছে টানো বারবার ।  ২) বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন  তুমি ছাড়া কে বলো করে দেবে দূর  তোমার দয়া প্রভু জানি সীমাহীন  ক্বলবে দাও জ্বেলে ঈমানের নূর  বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন  তুমি ছাড়া কে বলো করে দেবে দূর  তোমার দয়া প্রভু জানি সীমা...

শবে বরাতের গজল: এলো খুশির বরাত নিয়ে শবে বরাত লিরিক্স alo khushir borat nie shobe borat lyrics

 এলো খুশির বরাত নিয়ে শবে বরাত   এলো খুশির বরাত নিয়ে শবে বরাত  মুমিন হৃদে বহে খুশির জোয়ার  মুমিন হৃদে বহে খুশির জোয়ার  হবে পূণ্য রাতের মোলাকাত  এলো খুশির বরাত নিয়ে শবে বরাত  এলো খুশির বরাত নিয়ে শবে বরাত  ১) মসজিদে মসজিদে খুশির এলান   গুনগুন-গুনগুন ঘরে তাসবিহ কুরআন  মসজিদে মসজিদে খুশির এলান  গুনগুন-গুনগুন ঘরে তাসবিহ কুরআন পাড়ায় পাড়ায় পড়ে নতুন সাড়া  পাড়ায় পাড়ায় পরে নতুন সাড়া  উপচে পড়ে প্রাণে খুশির ধারা   হবে রবের তরে ইবাদাত এলো খুশির বরাত নিয়ে শবে বরাত   এলো খুশির বরাত নিয়ে শবে বরাত  মুমিন হৃদে বহে খুশির জোয়ার  মুমিন হৃদে বহে খুশির জোয়ার  হবে পূণ্য রাতের মোলাকাত  এলো খুশির বরাত নিয়ে শবে বরাত  এলো খুশির বরাত নিয়ে শবে বরাত  ২) রাত জেগে বন্দেগি জান্নাতি সাজ   প্রাণে প্রাণে চলে তৌহিদী রাজ  রাত জেগে বন্দেগী জান্নাতি সাজ  প্রাণে প্রাণে চলে তাওহিদী রাজ। পয়গাম এলো মুমিন পূণ্য মাহের  পয়গাম এলো মুমিন পূণ্য মাহের  দিলকে বা...

শবে বরাতের গজল : শবে বরাত এলো আবার লিরিক্স shobe borat alo lyrics

 শবে বরাত এলো আবার শবে বরাত এলো  শবে বরাত এলো আবার শবে বরাত এলো  আরশ হতে রহমতেরই বার্তা নিয়ে এলো  আরশ হতে রহমতেরই বার্তা নিয়ে এলো  শবে বরাত এলো আবার শবে বরাত এলো  শবে বরাত এলো আবার শবে বরাত এলো  ১) আরশ থেকে ঝরছে আজি রহমতেরি ঢল  ওহে মুমিন মিটাও পিয়াস দিয়ে তারই জল আরশ থেকে ঝরছে আজি রহমতেরি ঢল  ওহে মুমিন মিটাও পিয়াস দিয়ে তারই জল  ক্ষমার শীতল শিশির পেতে দামান তোমার মেলো  শবে বরাত এলো আবার শবে বরাত এলো  শবে বরাত এলো আবার শবে বরাত এলো। ২) তাসবীহ-তাহলিল দীর্ঘ রুকু সিজদায় পড়ে থেকে  মনে প্রভুর প্রেমের ছবি নিভৃতে যাও এঁকে  তাসবীহ-তাহলিল দীর্ঘ রুকু সিজদায় পড়ে থেকে  মনে প্রভুর প্রেমের ছবি নিভৃতে যাও এঁকে  কেঁদে কেঁদে পাপের শেকড় উপরে সবি ফেলো  শবে বরাত এলো আবার শবে বরাত এলো  শবে বরাত এলো আবার শবে বরাত এলো  ৩) রান্না খাওয়া আতশবাজি রসম ও রেওয়াজ  ভিড় জমানো ঘোরাঘুরি বন্ধ কর আজ  রান্না খাওয়া আতশবাজি রসম ও রেওয়াজ  ভিড় জমানো ঘোরাঘুরি বন্ধ কর আজ  গুনাহ মাফের জন্য আজি রবের পায়ে...