Posts

Showing posts from July, 2022

Tumi Muhammad rasul lyrics

Image
তুমি মোহাম্মাদ রাসুল লিরিক্স তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তোমার প্রেমে আমার এ মন হয়েছে ব্যাকুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মদ রাসুল ১) শান্তি সুখের পরশ নিয়ে করলে  আগমন  সেই খুশিতে উঠল মেতে সুখে এ ভুবন শান্তি সুখের পরশ নিয়ে করলে আগমন  সেই খুশিতে উঠল মেতে সুখে এ ভুবন তোমার নামে দুরুদ পড়ে  তোমার নামে দুরুদ পড়ে , বিশ্ব মানবকুল। তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল ২) আলোর পথের দিশা তুমি ভাঙলে হাজার ভুল   তুমি আমার প্রিয় নবী, মোহাম্মাদ রাসূল  আলোর পথের দিশা তুমি ভাঙলে হাজার ভুল   তুমি আমার প্রিয় নবী, মোহাম্মাদ রাসূল  দূর মদিনার বুকে ফোটা,  দূর মদিনার বুকে ফোটা,তুমি সেরা ফুল। তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল English lyrics: Tumi Muhammad rasul  Tumi Mohammad Ra...

namazke bolo na kaz ace

 নামাজকে বলোনা কাজ আছে। নামাজকে বলোনা কাজ আছে  কাজকে বলো আমার নামাজ আছে।  নামাজকে বলোনা কাজ আছে  কাজকে বলো আমার নামাজ আছে।  নামাজ বিহীন পরপারে  কি জবাব দিবে তুমি প্রভুর কাছে  নামাজকে বলোনা কাজ আছে  কাজকে বলো আমার নামাজ আছে।  ফজর কাটে ঘুমের  ঘোরে,  যোহর কাজে কাজে  আসর কাটে খেলাধুলায়  মাগরিব মাঝে মাঝে  এশার সময় হয়ে গেলে  থাকো মিছে দুনিয়ার পিছে  নামাজকে বলো না কাজ আছে  কাজকে বলো আমার নামাজ আছে  প্রভুর হুকুম মানো রে ভাই  থাকো তুমি যেথায়   সময় গেলে পাবে না ফিরে  মরণ তোমায় লইবে ঘিরে  জেনে রেখো মরন তোমার অতি কাছে  নামাজকে বলো না কাজ আছে  কাজকে বলো আমার নামাজ আছে।

Allah Allah bolo mukhe mukhe

  আল্লাহ আল্লাহ বল মুখে মুখে  লিরিক্স আল্লাহ আল্লাহ বল মুখে মুখে   আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে  তাওহিদী বাণী রাখো বুকে বুকে    তোমায় গড়ো তুমি ঈমানী চেতনায়  আবার ফিরে এসো ইনসাফী সাধনায়  অন্তরে ঈমান রাখো সুখে দুখে  আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে।  পৃথিবীর পথে ছুটে চল তুমি  সজীব করে দাও শুকনো ভূমি  জান্নাত রাখো তুমি জীবনের সীমানায়  সিরাতের পথে চলে যাও তুমি ঠিকানায়  বাধা সব তুমি পারো দিতে রুখে  আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে  তাওহিদী বাণী রাখো বুকে বুকে। আল্লাহ আল্লাহ বলে যাও দ্বিধাহীন  আল্লাহর হুকুমে থাকো সারা দিন  আসমানে হুকুমাত করতে কায়েম ধরায়  আবার তোমার হাত মগ্ন হোক সাধনায়  আসবে বিজয় রাখো সাহস বুকে।  আল্লাহ আল্লাহ বল মুখে মুখে  তাওহিদী বাণী রাখো বুকে বুকে । Post writer:  Shah Nizam Uddin  "I work as an Islamic Music Lyric Collector. Academically, I have earned a Bachelor of Theology and Islamic Studies (BTIS) and a Kamil (Hadith and Fiqh) degree. This educati...