Posts

Showing posts from August, 2022

Tumi Muhammad rasul lyrics

Image
তুমি মোহাম্মাদ রাসুল লিরিক্স তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তোমার প্রেমে আমার এ মন হয়েছে ব্যাকুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মদ রাসুল ১) শান্তি সুখের পরশ নিয়ে করলে  আগমন  সেই খুশিতে উঠল মেতে সুখে এ ভুবন শান্তি সুখের পরশ নিয়ে করলে আগমন  সেই খুশিতে উঠল মেতে সুখে এ ভুবন তোমার নামে দুরুদ পড়ে  তোমার নামে দুরুদ পড়ে , বিশ্ব মানবকুল। তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল ২) আলোর পথের দিশা তুমি ভাঙলে হাজার ভুল   তুমি আমার প্রিয় নবী, মোহাম্মাদ রাসূল  আলোর পথের দিশা তুমি ভাঙলে হাজার ভুল   তুমি আমার প্রিয় নবী, মোহাম্মাদ রাসূল  দূর মদিনার বুকে ফোটা,  দূর মদিনার বুকে ফোটা,তুমি সেরা ফুল। তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল English lyrics: Tumi Muhammad rasul  Tumi Mohammad Ra...

doyal nobir agomone anondito trivubon lyrics

Image
দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন   লিরিক্স  নারায়ে তাকবীর আল্লাহু আকবার  নারায়ে রিসালাত ইয়া রাসুলুল্লাহ  নারায়ে তাকবীর আল্লাহু আকবার  নারায়ে রিসালাত ইয়া রাসুলুল্লাহ  দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন  দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন  উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ  উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ  দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন  উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ   ১) অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন কুল  ভবের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসুল  অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন কুল  ভবের মাঝে পেয়ে তারা মোহাম্মদ রাসুল  নবী মুহাম্মদ রাসুল  মারহাবা মারহাবা ধ্বনি জিকির হলো সারাক্ষণ  উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ   দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন  দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন  উল্লাসে মাতিয়া উঠেছে নবীর দুচরণ  উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ  ২) মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা      পূর্ব-পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দে...

Allah made everything lyrics

Image
 Allah made everything lyrics full Hey little fish in the bottom of the ocean Moving along in a really cool motion Did you ever wonder where you came from Who is the lord of all creation The little fish said “That’s my Lord” The little fish said “That’s my Lord” The little fish said “That’s my Lord” “Allah the Creator of us all” Hey little bird so way up high Light up the sky with your color design Tell me who made you and I Me to walk and you to fly The little bird said “That’s my Lord” The little bird said “That’s my Lord” The little bird said “That’s my Lord” “Allah the Creator of us all” Allahu Akbar Our Creator There’s no one greater Than Allah So why do we stand tall Too proud to recognize What’s right before our eyes Signs from our Lord Hey alligator laying so still Who’s your maker, by who’s will Do you crawl and do you swim Who controls everything The alligator said “That’s my Lord” The alligator said “That’s my Lord” The alligator said “That’s my Lord” “Allah the Creator ...

ai prithibi srishti tumar lyrics

এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উছিলায়  লিরিক্স এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উছিলায়  ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়  ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়  এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উছিলায়  ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়  ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়  ১) আকাশ, জমিন, পাহাড়, চন্দ্র, তারা  সবি তোমার নূরের ইশারা  আকাশ, জমিন, পাহাড়, চন্দ্র, তারা  সবি তোমার নূরের ইশারা  তোমার নামে পড়লে দুরুদ হৃদয় যে জুড়ায়  তোমার নামে পড়লে দুরুদ হৃদয় যে জুড়ায়  ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়  ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়  এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উছিলায়  এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উছিলায়  ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়  ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ২) কি নুর খোদা পাঠিয়ে দিলেন ধরায়  যাঁহার রৌশনিতে  আঁধার লুকায়  কি নুর খোদা পাঠিয়ে দিলেন ধরায়  যাঁহার রৌশনিতে  আঁধার লুকায়   তোমার উসিলায় শান্তি নামে অশান্ত ধরায়  তোমার উসিলায় শান্তি নামে...

ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে oi khutihin Nil akash vubon maze lyrics লিরিক্স

ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে  কথা ও সুর: শামীম মজুমদার  ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে  তুমি কুদরতি ইশারায় রেখেছো,  এই শ্যামল পৃথিবীর চিত্র খানি  তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ  ওগো আল্লাহ, শুকর কর তোমার  আমারে যে মুসলিম করেছ  ওগো আল্লাহ, শোকর তোমার  আমারে যে মুসলিম করেছ  এই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে  তুমি কুদরতি ইশারায় রেখেছো  এই শ্যামল পৃথিবীর চিত্র খানি,  তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো  ওগো আল্লাহ, শুকর তোমার  আমারে যে মুসলিম করেছ  ওগো আল্লাহ, শুকর তোমার  আমারে যে মুসলিম করেছ  ১) তুমি সাগরের বুকে দিলে কান্না  তুমি পাহাড়ের বুকে দিলে ঝরণা।  ও হো হো...তুমি সাগরের বুকে দিলে কান্না  তুমি পাহাড়ের বুকে দিলে ঝরণা।  আজ নিশি রাতের ওই দূর নীলিমায়  আজ নিশি রাতের ওই দূর নীলিমায়  তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছ । ওগো আল্লাহ, শুকর তোমার  আমারে যে মুসলিম করেছ  ওগো আল্লাহ শুকর তোমার  আমারে যে মুসলিম করেছ  এই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে  তুমি কুদরতি ইশারায...

mujhe kufa walo

Image
   মুঝে কুফাওয়ালো লিরিক্স   মুঝে কুফাওয়ালো মুসাফির না সামঝো  মুঝে কুফা ওয়ালো মুসাফির না সামঝো      মে আয়া নেহি হো বুলায়া গায়া হো   মুঝে কুফাওয়ালো মুসাফির না সামঝো  মে আয়া নেহি হো বুলায়া গায়া হো   কি মেহমাঁ বানাকার সাতায়া গায়া হো  কি মেহমাঁ বানাকার সাতায়া গায়া হো  মে রোঁয়া নেহি হো রোলায়া গায়া হো খোদা জানে কেয়ছি হে ইয়ে মেজবানি  বাহাত্তর পিয়াসু কাহে বান্দে পানি  খোদা জানে কেয়ছি হে ইয়ে মেজবানি  বাহাত্তর  পিয়াসু কাহে বান্দে পানি মুক্বাদ্দার মে হে হাউজে কাউসার কা ফীনা  মুক্বাদ্দার মে হে হাউজে কাউসার কা ফীনা  মে পিয়াসা নেহি হো পিলায়া গায়া হো  মুঝে কুফাওয়ালো মুসাফির না সামঝো  মুঝে কুফা ওয়ালো মুসাফির না সামঝো  মে আয়া নেহি হো বুলায়া গায়া হো  ঝুখা থা জু সার বারগাহে খোদা মে  ও হি হে সার ক্বালাম হো গায়া কারবালা মে  ঝুখা থা জু সার বারগাহে খোদা মে  ও হি হে সার ক্বালাম হো গায়া কারবালা মে  Post writer:  Shah Nizam Uddin  "I...

adhar rater chad je tumi

Image
আঁধার রাতের চাঁদ যে তুমি লিরিক্স আঁধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো  তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো  আঁধার রাতের চাঁদে যে তুমি তুমি ভোরের আলো  তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো  ওগো মা.... ওগো মা.... ওগো মা....  যাদু মাখা মুখটি তোমার দেখলে ভরে মন  আদর করে ডাক যখন ওরে খোকা শোন  যাদু মাখা মুখটি তোমার দেখলে ভরে মন  আদর করে ডাক যখন ওরে খোকা শোন  বল যদি ছাড়ব সবি তোমায় ছাড়বো না  আর কারো কোলেতে মাগো এ প্রাণ জুড়ায় না  ওগো মা.... ওগো মা..... ওগো মা.......  তোমার মত এত আদর কেউ তো করে না  সবার থেকেও প্রিয় তুমি, তুমি আমার মা  তোমার মত এত আদর কেউ তো করে না  সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা চলে যদি যাও কখনো রেখে যেও না   মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচবো না  ওগো মা... ওগো মা.... ওগো মা  আঁধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো  তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো  আঁধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো  তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ওগো মা...... ওগো ম...

hridoy majhe mala gati lyrics

হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে কথা ও সুর: তৌহিদ জামিল   হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে  তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে  হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে  তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে ) (তুমি যে প্রিয় নবী, তুমি যে ধ্যানের ছবি তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি ক্ষণে   তুমি যে প্রিয় নবী, তুমি যে ধ্যানের ছবি তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি ক্ষণে  ১) প্রেম বিরহের ঢেউ জাগে আজ ব্যথার সায়রে সর্বহারার কাব্য লিখি জড়দাক্ষরে   প্রেম বিরহের ঢেউ জাগে আজ ব্যথার সায়রে সর্বহারার কাব্য লিখি জড়দাক্ষরে   নাহি গো সুখের রবি,যা কিছু আঁধার সবি  শ্রাবণ মেঘের মতো কাঁদি তোমার স্মরণে   নাহি গো সুখের রবি,যা কিছু আঁধার সবি  শ্রাবণ মেঘের মতো কাঁদি তোমার স্মরণে  হৃদয়ে মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে  তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে  হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে  তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে ২) তোমার আশায় যায় কেটে যায় দিবস রজনী  তোমায় নিয়ে এই হৃদয়ে স্বপ্ন যে বুনি  তোমার আশায় যায়...

Ami Chad ke boli tumi

আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও    আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও            আমার মায়ের মত     গোলাপকে বলি তুমি মিষ্টি নও           আমার মায়ের মত        মা যে আমার সবার সেরা।।          অনন্তকাল অবিরত।      ( হীরা নাকি শুনি সবচে দামি          সারাক্ষণ করে ঝলমল        তাহার চেয়ে অধিক দামি          আমার মায়ের আঁচল) ।।       মাকে ছেড়ে চাই না আমি।।          হিরা মানিক কত শত।  আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও            আমার মায়ের মত      (মা যে হলো প্রেম মমতায়        বিধাতার সেরা উপমা      হয় না কভু মায়ের সাথে            অন্য কারো তুলনা) ।।    মার পরশে যায় যে মুছে          ব্যথাও বেদনা যত। ...