Posts

Showing posts from September, 2022

Tumi Muhammad rasul lyrics

Image
তুমি মোহাম্মাদ রাসুল লিরিক্স তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তোমার প্রেমে আমার এ মন হয়েছে ব্যাকুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মদ রাসুল ১) শান্তি সুখের পরশ নিয়ে করলে  আগমন  সেই খুশিতে উঠল মেতে সুখে এ ভুবন শান্তি সুখের পরশ নিয়ে করলে আগমন  সেই খুশিতে উঠল মেতে সুখে এ ভুবন তোমার নামে দুরুদ পড়ে  তোমার নামে দুরুদ পড়ে , বিশ্ব মানবকুল। তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল ২) আলোর পথের দিশা তুমি ভাঙলে হাজার ভুল   তুমি আমার প্রিয় নবী, মোহাম্মাদ রাসূল  আলোর পথের দিশা তুমি ভাঙলে হাজার ভুল   তুমি আমার প্রিয় নবী, মোহাম্মাদ রাসূল  দূর মদিনার বুকে ফোটা,  দূর মদিনার বুকে ফোটা,তুমি সেরা ফুল। তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল English lyrics: Tumi Muhammad rasul  Tumi Mohammad Ra...

ma keno ato dami janena sokole lyrics

  মা কেন এত দামি জানেনা সকলে লিরিক্স        সৈয়দ মুহাম্মদ আবু আজম মা কেন এত দামি জানেনা সকলে  মা কেন এত দামি জানে না সকলে  জানত যদি পড়ত দেখে কোরআন হাদিস খুলে  জানত যদি পড়ত দেখে কুরআন হাদিস খুলে  একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মাকে না এত দামি জানেনা সকলে  মা কেন এত দামি জানেনা সকলে  ১) দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছিলেন মা  সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রনা  দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছিলেন মা  সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রনা  সেই মাকে কষ্ট দিলে খোদার আরশও টলে মা কেন এত দামি জানেনা সকলে  মা কেন এত দাম জানে না সকলে  ২) দুটি বছর পান করালেন মায়ের বুকের দুধ  কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ  দুটি বছর পান করালেন মায়ের বুকের দুধ  কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ  কিভাবে সে মাকে ছেলে মন্দ কথা বলে  কিভাবে সে মাকে ছেলে মন্দ কথা বলে মা কেন এত দামি জানেনা সকলে মা কেন এত দামি জানেনা সকলে  ৩) বর্ষা শীতে মায়ের কোলে মুত্র ত্যাগ করিলে  ধৌত করে দিত মায়ে তোমায় ক...