Posts

Showing posts from January, 2023

তোমাকে ডাকি যদি একবার আল্লাহ লিরিক্স tumake daki jodi akbar Allah lyrics আবদার গজল

  তোমাকে ডাকি যদি একবার আল্লাহ    আমাকে কাছে টানো বারবার   যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই  দিও দিশা এইটুকু আবদার  আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার।  ১) দুনিয়ার বুকে আমি এক মুসাফির   বুনে যাই প্রতিদিন গুনাহের জাল  স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়  আসবে কি কাঙ্খিত সোনালি সকাল  দুনিয়ার বুকে আমি এক মুসাফির  বুনে যাই প্রতিদিন গুনাহের জাল  স্বপ্নের আদল বেঁধে রাতে করে ভিড়  আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল  হয়ে গেলে পেরেশান  ও আমার রহমান   হয়ে গেলে পেরেশান  ও আমার রহমান  জিকিরে হতে দিও একাকার  আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ  আমাকে  কাছে টানো বারবার ।  ২) বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন  তুমি ছাড়া কে বলো করে দেবে দূর  তোমার দয়া প্রভু জানি সীমাহীন  ক্বলবে দাও জ্বেলে ঈমানের নূর  বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন  তুমি ছাড়া কে বলো করে দেবে দূর  তোমার দয়া প্রভু জানি সীমা...

মেরাজে যান আল্লাহর হাবীব|মেরাজের গজল লিরিক্স

 মেরাজে যান আল্লাহর হাবীব নবী কামলিওয়ালা  মেরাজে যান আল্লাহর হাবীব নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ,  ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবীবাল্লাহ।  ১) গুপ্ত তথ্য প্রকাশিতে, ডাকলেন মাওলা মেরাজেতে   গুপ্ত তথ্য প্রকাশিতে, ডাকলেন মাওলা মেরাজেতে গভীর রাতে বোরাক চলে, আরশে মোয়াল্লা  গভীর রাতে বোরাক চলে, আরশে মোয়াল্লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবীবাল্লাহ। ২) সকল নবী ইন্তেজারে, মসজিদুল আকসায় নবীর তরে  সকল নবী ইন্তেজারে মসজিদুল আকসায় নবীর তরে রাসূল নবী মুক্তাদি হলেন, ইমাম কামলিওয়ালা রাসূল নবী মুক্তাদি হলেন, ইমাম কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ৩) সিদরাতুল মুনতাহা ছাড়ি, রফরফে হলেন সাওয়ারি সিদরাতুল মুনতাহা ছাড়ি, রফরফে হলেন সাওয়ারি লা মোকামে গেলেন চলি, নবী কামলিওয়ালা লা মোকামে গেলেন চলি, নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ৪) জিবরাঈল আমীন থেমে গেল,         বোরাক রফরফ থমকে গেল  জি...

ও মদিনার বুলবুলি লিরিক্স o modinar bulbuli lyrics

 ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি  ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি  যতন করে হৃদয়ে মাঝে,  যতন করে হৃদয়ে মাঝে একা একা নিরিবিলি  ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি  ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ১) সে ফুলেরই পাঁপড়িগুলো, ঝরে পড়ে না  মুগ্ধ করা শোভাস তাহার, কভু শেষ হয় না  সেই ফুলের ওই পাপড়িগুলো ঝরে পড়ে না  মুগ্ধ করা সুবাস তাহার, কভু শেষ হয় না সেই সুবাসে ব্যাকুল হয়ে সেই সুবাসে ব্যাকুল হয়ে গাই তোমারি গিতালী  ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি যতন করে হৃদয়ে মাঝে যতন করে হৃদয়ে মাঝে একা একা নিরিবিলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ২) মনের কাবায় তোমার ছবি নিত্যদিনই আঁকি  তোমার নামে ছন্দ মালা আর কবিতা লিখি  মনের কাবায় তোমার ছবি নিত্যদিনই আঁকি তোমার নামে ছন্দ মালা আর কবিতা লিখি  কবি-অকবির সাথে গড়ে স্বাধের মিতালী  ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি  ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি  যতন করে ...