Posts

Showing posts from October, 2023

তোমাকে ডাকি যদি একবার আল্লাহ লিরিক্স tumake daki jodi akbar Allah lyrics আবদার গজল

  তোমাকে ডাকি যদি একবার আল্লাহ    আমাকে কাছে টানো বারবার   যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই  দিও দিশা এইটুকু আবদার  আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার।  ১) দুনিয়ার বুকে আমি এক মুসাফির   বুনে যাই প্রতিদিন গুনাহের জাল  স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়  আসবে কি কাঙ্খিত সোনালি সকাল  দুনিয়ার বুকে আমি এক মুসাফির  বুনে যাই প্রতিদিন গুনাহের জাল  স্বপ্নের আদল বেঁধে রাতে করে ভিড়  আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল  হয়ে গেলে পেরেশান  ও আমার রহমান   হয়ে গেলে পেরেশান  ও আমার রহমান  জিকিরে হতে দিও একাকার  আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ  আমাকে  কাছে টানো বারবার ।  ২) বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন  তুমি ছাড়া কে বলো করে দেবে দূর  তোমার দয়া প্রভু জানি সীমাহীন  ক্বলবে দাও জ্বেলে ঈমানের নূর  বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন  তুমি ছাড়া কে বলো করে দেবে দূর  তোমার দয়া প্রভু জানি সীমা...

মন আমার বাঁধা মানে না লিরিক্স

মন আমার বাঁধা মানে না  যেতে চাই সোনার মদিনা  মন আমার বাঁধা মানে না  যেতে চাই সোনার মদিনা সেই মদিনা যাব আমি  মন আর তো সহে না  √ আবেগ মাখা সুর দিয়ে মন ডাকি প্রতিদিনে   রোজ হাশরে নেই শাফায়াত নবী তুমি বিনে আবেগ মাখা সুর দিয়ে ডাকি প্রতিদিনে  রোজ হাশরে নেই শাফায়াত তুমি নবী বিনে সেই দিনেতে রেখো মনে ভুলে যেও না। √ তোমার নামেই কবিতা, লিখি যে গান কত  তোমার প্রেমের অশ্রু ফোঁটা ঝরে অবিরত  তোমার নামেই কবিতা, লিখি যে গান কত  তোমার প্রেমের অশ্রু ফুটা ঝরে অবিরত নিত্যদিনে তোমার ওই নাম জপি মদিনা ✓ জীবন বাজি রাখতে পারি, নবী তোমার তরে  তোমারি নাম নূর মোহাম্মদ আঁকি হৃদয় জুড়ে  জীবন বাজি রাখতে পারি, নবী তোমার তরে  তোমারি নাম নূর মোহাম্মদ আঁকি হৃদয় জুড়ে পুষ্প কাননের মত, ঝরে যেও না

দিকে দিকে হাসি লিরিক্স dikhe dikhe hasi lukhe Luke luke Khushi lyrics

দিকে দিকে হাসি। লোকে লোকে খুশি। সব পুলকে দোলেরে, চলছেন নবী মেরাজে। ১) এই ফুর্তির দোলা জাগে চাঁদ সিতারায়,          জাগিছে দোলকে-ভূলোকে। সাজিয়াছে জান্নাত,       গাহে হুর মালায়েক,            দরুদ হরসে পুলকে। ডাকি বারী তায়ালা মাহবুবে আলা,  এসো গো মোর দরবারে। চলছেন নবী মেরাজে।। ২) মৌ মৌ গন্ধে ভরপুর চারিদিক        মারহাবা মারহাবা কলতান, উছলিত কাউছার, জান্নাতি দ্বার সব     খুলিয়া দিয়াছেন রিদওয়ান। উঠে রনি রনি সালাম ধ্বনি  মিলন বিণা বাঝেরে।  চলছেন নবী মেরাজে। ৩) চলে আজি বোরাক       পিছে ফেলে ছায়াপথ,       দোলক-ভূলোক বেদিয়া। নূরানি পথ ধরে ফেলে সাত আসমান  সিদরাতুল মুনতাহা ছেদিয়া। চলে চারু ছন্দে নাচিয়া আনন্দে,  পিঠে নিয়ে মোর নবীকে। চলছেন নবী মেরাজে।। - মাওলানা কবি রুহুল আমীন খান

লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না লিরিক্স

  লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না  হংকং বেইজিং টকিও  সিঙ্গাপুর চাইনা  লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না  হংকং বেইজিং টকিও সিঙ্গাপুর চাইনা  মন আমার যেতে চায় এই দুনিয়ার   মন আমার যেতে চায় এই দুনিয়ায় একটি জায়গায়  সেই জায়গাটির নাম হল সোনার মদিনা  সেই জায়গাটির নাম হল সোনার মদিনা  সোনার মদিনা আমার প্রানের মদিনা  সোনার মদিনা আমার প্রানের মদিনা   ১) নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়ার পাগল  যশ খ্যাতির বাড়াবাড়ি চলছে অনর্গল  নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়ার পাগল   যশ খ্যাতির বাড়াবাড়ি চলছে অনর্গল  নারী  গাড়ি যশ খ্যাতির নাইরে কামনা  নবীর রওজায় যাব আমি মনের বাসনা  নারী গাড়ি যশ খাতির নাইরে কামনা  নবীর রওজায় যাব আমি মনের বাসনা  সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা  সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা  সোনার মদিনা আমার প্রানের মদিনা  সোনার মদিনা আমার প্রানের মদিনা  লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না  হংকং বেইজিং টকিও সিঙ্গাপুর...

নিখিলের চির সুন্দর সৃষ্টি লিরিক্স Nikhiler chiro Sundar srishti lyrics

 নিখিলের চির সুন্দর সৃষ্টি -------- গোলাম মোস্তফা  নিখিলের চির সুন্দর সৃষ্টি  আমার মোহাম্মদ রাসুল  কুল মাখলুকাতের গুলবাগে  যেন একটি ফোটা ফুল।  * নূরের রবি যে আমার নবী  পূণ্য করুণা ও প্রেমের ছবি  মহিমা গায় তারি নিখিল কবি  কেউ নয় তার সমতুল।  * পিয়ারা নবী যেই এলো দুনিয়ায়  হাসিল নিখিল আলোক আভায়  পুলক লাগিল তরু ও লতায়  খুশিতে সবাই মশগুল  * আঁধার রাতের সে যে চাঁদের কিরণ  মরু সাহারার বুকে সুধা বরিষন   নিরব ধরার গুলবাগিচাতে  যেন  গান গেতে এলো বুলবুল ।।