Posts

Tumi Muhammad rasul lyrics

Image
তুমি মোহাম্মাদ রাসুল লিরিক্স তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তোমার প্রেমে আমার এ মন হয়েছে ব্যাকুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মদ রাসুল ১) শান্তি সুখের পরশ নিয়ে করলে  আগমন  সেই খুশিতে উঠল মেতে সুখে এ ভুবন শান্তি সুখের পরশ নিয়ে করলে আগমন  সেই খুশিতে উঠল মেতে সুখে এ ভুবন তোমার নামে দুরুদ পড়ে  তোমার নামে দুরুদ পড়ে , বিশ্ব মানবকুল। তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল ২) আলোর পথের দিশা তুমি ভাঙলে হাজার ভুল   তুমি আমার প্রিয় নবী, মোহাম্মাদ রাসূল  আলোর পথের দিশা তুমি ভাঙলে হাজার ভুল   তুমি আমার প্রিয় নবী, মোহাম্মাদ রাসূল  দূর মদিনার বুকে ফোটা,  দূর মদিনার বুকে ফোটা,তুমি সেরা ফুল। তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল English lyrics: Tumi Muhammad rasul  Tumi Mohammad Ra...

মেরাজে যান আল্লাহর হাবীব|মেরাজের গজল লিরিক্স

 মেরাজে যান আল্লাহর হাবীব নবী কামলিওয়ালা  মেরাজে যান আল্লাহর হাবীব নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ,  ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবীবাল্লাহ।  ১) গুপ্ত তথ্য প্রকাশিতে, ডাকলেন মাওলা মেরাজেতে   গুপ্ত তথ্য প্রকাশিতে, ডাকলেন মাওলা মেরাজেতে গভীর রাতে বোরাক চলে, আরশে মোয়াল্লা  গভীর রাতে বোরাক চলে, আরশে মোয়াল্লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবীবাল্লাহ। ২) সকল নবী ইন্তেজারে, মসজিদুল আকসায় নবীর তরে  সকল নবী ইন্তেজারে মসজিদুল আকসায় নবীর তরে রাসূল নবী মুক্তাদি হলেন, ইমাম কামলিওয়ালা রাসূল নবী মুক্তাদি হলেন, ইমাম কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ৩) সিদরাতুল মুনতাহা ছাড়ি, রফরফে হলেন সাওয়ারি সিদরাতুল মুনতাহা ছাড়ি, রফরফে হলেন সাওয়ারি লা মোকামে গেলেন চলি, নবী কামলিওয়ালা লা মোকামে গেলেন চলি, নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ৪) জিবরাঈল আমীন থেমে গেল,         বোরাক রফরফ থমকে গেল  জি...

o modinar bulbuli lyrics

ও মদিনার বুলবুলি লিরিক্স  ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি  ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি  যতন করে হৃদয়ে মাঝে,  যতন করে হৃদয়ে মাঝে একা একা নিরিবিলি  ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি  ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ১) সে ফুলেরই পাঁপড়িগুলো, ঝরে পড়ে না  মুগ্ধ করা শোভাস তাহার, কভু শেষ হয় না  সেই ফুলের ওই পাপড়িগুলো ঝরে পড়ে না  মুগ্ধ করা সুবাস তাহার, কভু শেষ হয় না সেই সুবাসে ব্যাকুল হয়ে সেই সুবাসে ব্যাকুল হয়ে গাই তোমারি গিতালী  ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি যতন করে হৃদয়ে মাঝে যতন করে হৃদয়ে মাঝে একা একা নিরিবিলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ২) মনের কাবায় তোমার ছবি নিত্যদিনই আঁকি  তোমার নামে ছন্দ মালা আর কবিতা লিখি  মনের কাবায় তোমার ছবি নিত্যদিনই আঁকি তোমার নামে ছন্দ মালা আর কবিতা লিখি  কবি-অকবির সাথে গড়ে স্বাধের মিতালী  ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি  ও মদিনার বুলবুলি, তোমার নামে...

Bi Hamdi rabbii abdaul munira lyrics

Image
Bi Hamdi rabbii abdaul munira lyrics   Bi Hamdi rabbii abdaul munira  Summas swalaatu wassalaamus siirah. বিহামদি রাব্বী আবদাউল মুনীরাহ  সুম্মাস ছ্বলাতু ওয়াসাল্লামুস্ সিরাহ।  'alaa nabiyismuhu Muhammadu,  abūhu ábū ábdullahi minhu mufradu.                       'আলা নাবিয়্যিস্‌মুহু মুহাম্মদু,                      আবূহু 'আব্দুল্লাহি মিন্‌হু মুফরাদু Wa jadduhu shaybatu ábdul mutthwalib  Min nasli ádnāna wa asluhul árab  ওয়া জাদ্দুহু শায়বাতু 'আব্দুল মুত্ত্বালিব  মিন্ নাসলি 'আদনানা ওয়া আসলুহুল 'আরাব Wa ummuhu bintun liwahbin āminah Azdāduhu baina quraishin kāenah ওয়া উম্মুহু বিন্‌তুন্ লিওয়াহ্‌বিন্ আমিনাহ  আজদাদুহু বাইনা ক্বুরাইশিন কা-ই-নাহ।               Maoliduhu filbaladil amīni               Áma qudūmil fīli littabýini         ...

salat o salam go Amar lyrics

সালাত ও সালাম গো আমার লিরিক্স ✔সালাত ও সালাম গো আমার  দরুদ ও সালাম গো আমার  কইয়ো নবীর রওজায় তোমরা যদি যাওগো মদিনায়  তোমরা যদি যাওগো মদিনায়  ১) মদিনা শরীফের মাটি, চোখে মুখে বুকে মাখিও মদিনা শরীফের মাটি, চোখে মুখে বুকে মাখিও চোখে মুখে বুকে মাখিও এমন পবিত্র মাটি , এমন পবিত্র মাটি  আমার নবীর রওজায়  তোমরা যদি যাওগো মদিনায়  তোমরা যদি যাওগো মদিনায়  ২) মদিনা শরীফের মাঝে রিয়াজুল জান্নাত আছেও মদিনা শরীফের মাঝে রিয়াজুল জান্নাত আছেও  সেই স্থানে পড়লে নামাজ,সেই স্থানে পড়লে নামাজ  পাপীরে গুনাহ থাকে না  তোমরা যদি যাওগো মদিনায়  তোমরা যদি যাওগো মদিনায়  ৩) মদিনা শরীফের মাঝে স্বর্ণের একটি মিম্বর আছেও মদিনা শরীফের মাঝে স্বর্ণের একটি মিম্বর আছেও  সেই মিম্বরে খুতবা দিতেন সেই মিম্বরে খুতবা দিতেন আমার নবী মোস্তফায়  তোমরা যদি যাওগো মদিনায়  তোমরা যদি যাওগো মদিনায়  ৪)  উড়ে যাওরে ময়না পাখি কইও আমার সালাম খানিও উড়ে যাওরে ময়না পাখি কইও আমার সালাম খানিও  উদাসীরে কইরা পাগল , উদাসীরে কইরা পাগল ঘুমাইয়া আছেন...

ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় লিরিক্স icche have amader here modinay lyrics

 💝 ইচ্ছে জাগে আমাদের যেতে যদিনায়   💞 ইচ্ছে জাগে চুমো খেতে সোনালী রওজায়  🏵️ ইচ্ছে জাগে চুমো খেতে নূরানী পর্দায় 🌹 ১) সারা বছর আশেকগণ, জিয়ারত করে জিলহজ্বে হাজীরা হজ্ব পালন করে। সারা বছর আশেকগণ, জিয়ারত করে জিলহজ্বে হাজীরা হজ্ব পালন করে তাদেরই সঙ্গী হতে আমার মন চায় ইচ্ছে জাগে চুমো খেতে সোনালী রওজায় ইচ্ছে জাগে চুমো খেতে নূরানী পর্দায় ২) নবীর দীদার যাদের নসীব হয়েছে, নিশ্চিত জান্নাতী তারা হয়েছে।  নবীর দীদার যাদের নসীব হয়েছে, নিশ্চিত জান্নাতী তারা হয়েছে। পরকালে তাদের নেই কোন ভয়।  ইচ্ছে জাগে চুমো খেতে সোনালী রওজায়   ইচ্ছে জাগে চুমো খেতে নূরানী পর্দায় ৩) আমি তো অধম যেতে পারি নাই, কাবারই কাবা সোনার মদিনায়  আমি তো অধম যেতে পারি নাই, কাবারই কাবা সোনার মদিনায় তাইতো কাঁদি আমি যেতে যদিনায়। ইচ্ছে জাগে চুমো খেতে সোনালী রওজায় ইচ্ছে জাগে চুমো খেতে নূরানী পর্দায় ৪) রওজার পাশে আমি নামাজ পড়িব নবিজীকে আমি সালাম জানাব রওজার পাশে আমি নামাজ পড়িব নবিজীকে আমি সালাম জানাব সে আশায় কেঁদে আমি বুকটি ভাসাই।  ইচ্ছে জাগে চুমো খেতে সোনালী রওজায়  ইচ...

akdin Amar nam hobe lash lyrics

Image
  একদিন আমার নাম হবে লাশ  Akdin Amar nam hobe lash (4 times) একদিন আমার নাম হবে লাশ  একদিন আমার নাম হবে লাশ  একদিন আমার নাম হবে লাশ   সাদা কাফন পড়বে দেহ, রবেনা আর আপন কেহ  Sada kafon porbe deho, robena ar apon keho(2 times) সাদা কাফন পড়বে দেহ, রবেনা আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস । Bondho hobere nish shash একদিন আমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ  Akdin Amar nam hobe lash (2 times) ১) মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, Moszide alan hobe, ake ake janbe sobe সকলে আসবে আমার বাড়ি। Sokole asbe Amer bari শেষ দেখা দেখবে সজন,দেখে আমায় ভিজবে নয়ন, SheS dhekha dekhbe sojon, dhekhe amay vizbe noyon  শেষ হবে মিছে জমিদারি। SheS hobe miche jomidari বড়ই পাতা গরম পানি,আনবে কেউ আতরদানি  বড়ই পাতা গরম পানি,আনবে কেউ আতরদানি  Boroi pata gorom Pani , anbe Kew atordani (2 times)  কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাঁশ। Kew giye katbe jharer bash একদিন আমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ  একদিন আমার নাম হবে লাশ  একদিন আমার নাম হবে লা...

Bismillah bismillah in the name of Allah lyrics

Image
Bismillah bismillah in the name of Allah lyrics  BISMILLAH BISSMILLAH  BISMILLAH, au nom d'Allah BISMILLAH BISSMILLAH  BISMILLAH, in the name of Allah When I wake up every morning,  say God is the Unique I'm hungry, I wash my hands,  but before say BISMILLAH I wake up every morning, say God is the Unique I'm hungry, I wash my hands, but before say BISMILLAH BISMILLAH BISSMILLAH BISMILLAH, au nom d'Allah BISMILLAH BISSMILLAH BISMILLAH, in the name of Allah BISMILLAH BISSMILLAH BISMILLAH, au nom d'Allah BISMILLAH BISSMILLAH BISMILLAH, in the name of Allah When I'm ready for lunch,  don't forget to say thanks  to those who fed me well But before say BISMILLAH (X2) BISMILLAH BISSMILLAH BISMILLAH, au nom  d'Allah BISMILLAH BISSMILLAH BISMILLAH, in the name of Allah  BISMILLAH BISSMILLAH BISMILLAH, au nom d'Allah BISMILLAH BISSMILLAH BISMILLAH, in the name of Allah And when school is over,  I can play, it's super  But, wait have to pray....

কোরআন মধুরও বাণী Quran modhur bani

 কোরআন মধুরও বাণী লিরিক্স কোরআন মধুরও বানী,  আমি যখনই শুনি  আমার মন ভরে যায় কোরআন মধুরও বানী,  আমি যখনই শুনি  আমার মন ভরে যায় শোনো মুমিন মুসলমান,  পড়ে দেখনা কোরআন কত শান্তি পাওয়া যায় কোরআন মধুরও বানী ১) প্রতিটি হরফে দশ দশ নেকি আছে আমলে জমা হয় প্রতিটি হরফে দশ দশ নেকি আছে ্আমলে জমা হয় পাপের খাতা হতে,  পাপ যায় তোমার হতে  নেকিতে হয় বোঝায় এ এমন বরকতয়,  মেলে সবারী দাওয়ায় শোনো মুমিন মুসলমান,  পড়ে দেখনা কোরআন, কত শান্তি পাওয়া যায় কোরআন মধুরও বাণী  আমি যখনই শুনি,  আমার মন ভরে যায় কোরআন মধুরও বানী ২)কোরআন এমন গ্রন্থ,  পৃথিবীর যত মন্ত্র সবই যাবে মিলে কোরআন এমন গ্ৰহ,  পৃথিবীর যত যন্ত্ৰ সবই যাবে মিলে ইহকাল পরকাল,  আকাশ হতে পাতাল সবার চাবি খুলে কোরআন বড় মধুময় কলবে নূর জারী হয় শোনো মুমিন মুসলমান,  পড়ে দেখোনা কোরআন,  কত শান্তি পাওয়া যায় কোরআন মধুরও বানী আমি যখনই শুনি, আমার মন ভরে যাই কোরআন মধুরও বানী ৩) এস এম নজরুল বলে, কোরআন আমার ইমান কোরআন জীবন বিধান এস এম নজরুল বলে, কোরআন আমার ইমান কোরআন জীবন ...

Forgive me Allah Astagfirullah lyrics

Image
Forgive me Allah      I have been waiting  cause I have been falling  I need your help  my heart is breaking  so tired of crying  lord I am calling  I need your help  I don't wanna fight no more  I don't wanna this war  I don't wanna fight no more I don't wanna this war  Astagfirullah astaghfirullah Astaghfirullah for give me Allah I am so broken  my owns are open  my life is frozen  I need your help  cause people always let me down  I am losing all my air right now  I am suffocating I might drown  I need your help  I don't wanna fight no more I don't wanna this war  I don't wanna fight no more I don't wanna this war  Astagfirullah Astaghfirullah  Forgive me Allah  I don't wanna run anymore Forgive me Lord  Don't close your door I promise I surrender I'm giving you my  Heart and my soul I've been thinking About my past  I wanna say I found You Lord...

A Muslim anthem lyrics

A Muslim anthem lyrics   A MUSLIM ANTHEM. W.H. Abdullah Quilliam God bless the Muslim cause  Bless all who keep Thy laws  And do the right.  Uphold the Muslim band,  In this and every land;  Give them full strength to stand  Firm in the fight. Strengthen and help the weak,  And teach us all to speak,  Thy truth abound.  May love and liberty,  Truth and sweet purity,  With plenteous charity,  In us be found. Hear Thou the orphan's cry,  Assuage the widow's sigh,  The foolish chide.  Let vice no more abound,  But happiness be found  In every home and round  The world so wide. Post writer:  Shah Nizam Uddin  "I work as an Islamic Music Lyric Collector. Academically, I have earned a Bachelor of Theology and Islamic Studies (BTIS) and a Kamil (Hadith and Fiqh) degree. This education helps ensure that the message and content of every Islamic song I publish are Sharia-compliant and acc...