সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে লিরিক্স

  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  হাদিসে হারাম লিখে অন্যে দেখিলে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  হাদীছে হারাম লিখে অন্যে দেখিলে  শাফায়াত করবেন না নবী দাইয়ুছ হলে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  ১) সৃষ্টির সেরা জাতি হইয়া  তোমরা ঘুড়িও না পর্দা ছাড়া  সৃষ্টির সেরা জাতি হইয়া  তোমরা ঘুড়িও না পর্দা ছাড়া  কি জবাব দিবে তোমরা হিসাবের দিনে কি জবাব দিবে তোমরা হিসাবের দিনে।  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  ২) শোন নারী বিনয় করি  চলিওনা পর্দা ছাড়ি  শোন নারী বিনয় করি  চলিওনা পর্দা ছাড়ি  কী জবাব দিবে তোমরা হাশরের দিনে  কী জবাব দিবে তোমরা হাশরের দিনে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  ৩) অনেক কাটিং এর জামা পড়ে  ঠোঁটে-গালে আলতা মেখে  অনেক কাটিং এর জামা পড়ে  ঠোঁটে-গালে আলতা মেখে সিনেমা...

তুমি যষ্টি মুকুল, মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল

 তুমি যষ্টি মুকুল, মিষ্টি বকুল, বৃষ্টি ভেজা ফুল

তুমি আলোর মিনার, নূর মদিনার, জান্নাতী বুলবুল

তুমি রহমতে রসূল, তুমি জান্নাতী বুলবুল

তুমি বৃষ্টি ভেজা ফুল।

তুমি যষ্টি মুকুল, মিষ্টি বকুল, বৃষ্টি ভেজা ফুল

তুমি আলোর মিনার, নূর মদিনার, জান্নাতী বুলবুল।


১) (যখন অন্ধকারে ছেয়ে ছিল এই পৃথিবীর সব

ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতানো সৌরভ)।।

তুমি আমার নবী, প্রাণের রবি, প্রাণের আওয়াজ গুল

তুমি রহমতে রসূল, তুমি জান্নাতী বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল।

তুমি যষ্টি মুকুল, মিষ্টি বকুল, বৃষ্টি ভেজা ফুল

তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতী বুলবুল।


২) (তুমি আনলে বাহার, সূর্য নাহার বাসন্তী সাজে

তুমি সভ্যতারী জ্বালালে আলো ধরণী মাঝে)।‌

তুমি প্রেমের নবী, ধ্যানের ছবি সবার প্রেমা কুল

তুমি রহমতে রসূল, তুমি জান্নাতী বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল

তুমি যষ্টি মুকুল, মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল

তুমি আলোর মিনার, নূর মদিনার, জান্নাতী বুলবুল।

৩) (তুমি শ্রেষ্ঠ নবী, ফুল সুরবি, প্রভুর প্রেমাষ্পদ

পড়ে জ্বিন, পরী দরুদ তোমার প্রিয় মোহাম্মদ)।।

তুমি স্নেহের ছায়া, মায়ার কায়া, রহমতে রসূল

তুমি রহমতে রসূল, তুমি জান্নাতী বুলবুল, তুমি বৃষ্টি ভেজা ফুল।

তুমি যষ্টি মুকুল, মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল।

তুমি আলোর মিনার, নূর মদিনার, জান্নাতী বুলবুল।

৪) (তুমি পথ ভুলারে, পথ দেখাতে দিয়েছ দাওয়াত

আর দ্বীনের তরে অকাতরে সয়েছো আঘাত)।।

তোমায় কাছে পেতে ছোয়া পেতে হৃদয় টা ব্যাকুল।

তুমি রহমতে রসূল, তুমি জান্নাতী বুলবুল, তুমি বৃষ্টি ভেজা ফুল।

তুমি যষ্টি মুকুল, মিষ্টি বকুল, বৃষ্টি ভেজা ফুল

তুমি আলোর মিনার, নূর মদিনার, জান্নাতী বুলবুল।

Comments

Popular posts

কোরআন মধুরও বাণী Quran modhur bani

মেরাজে যান আল্লাহর হাবীব|মেরাজের গজল লিরিক্স

২২) সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এ মন

Meri ulfat Madine se youn hi nahi lyrics মেরি উলফত মাদিনে সে ইউ হি নাহি লিরিক্স

মনে বড় আশা ছিল যাব মদিনায় mone boro asha cilo jabo modinay

মন আমার বাঁধা মানে না লিরিক্স

৮) আল্লাহ তুমি দয়ার সাগর - #হামদ #লিরিক্স

সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে লিরিক্স

আমি লিখবো চিঠি দেব তোমায় লিরিক্স ami likhbo chiti debo tumay lyrics

ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী লিরিক্স Eid miladunnabi eid miladunnabi lyrics