Tumi Muhammad rasul lyrics

Image
তুমি মোহাম্মাদ রাসুল লিরিক্স তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তোমার প্রেমে আমার এ মন হয়েছে ব্যাকুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মদ রাসুল ১) শান্তি সুখের পরশ নিয়ে করলে  আগমন  সেই খুশিতে উঠল মেতে সুখে এ ভুবন শান্তি সুখের পরশ নিয়ে করলে আগমন  সেই খুশিতে উঠল মেতে সুখে এ ভুবন তোমার নামে দুরুদ পড়ে  তোমার নামে দুরুদ পড়ে , বিশ্ব মানবকুল। তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল ২) আলোর পথের দিশা তুমি ভাঙলে হাজার ভুল   তুমি আমার প্রিয় নবী, মোহাম্মাদ রাসূল  আলোর পথের দিশা তুমি ভাঙলে হাজার ভুল   তুমি আমার প্রিয় নবী, মোহাম্মাদ রাসূল  দূর মদিনার বুকে ফোটা,  দূর মদিনার বুকে ফোটা,তুমি সেরা ফুল। তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল English lyrics: Tumi Muhammad rasul  Tumi Mohammad Ra...

kar lagia kandore Mon lyrics

কার লাগিয়া কান্দরে মন লিরিক্স

 কার লাগিয়া কান্দ

 মুহাম্মদ সেলিম রিয়াদ


কার লাগিয়া কান্দ রে মন কার লাগিয়া বান্দ 

কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ

 কেউতো তোমার আপন হবে না না না 

যে জন হবে আপনা সেইতো মদিনা 

মদিনা মদীনা মদীনা মদীনা 

মদিনা মদীনা মদীনা মদীনা 

যে জন হবে আপনা সেই তো মদিনা 

১) এই দুনিয়ার আপন জনা 

আজকে আছে কালকে নাই

 দয়ার নবী প্রানের নবী আপন সদায় 

এই দুনিয়ার আপন জনা 

আজকে আছে কালকে নাই

দয়ার নবী প্রানের নবী আপন সদায়

এমন আপনা তিনি যার নাই উপমা ।

যে জন হবে আপনা সেই তো মদিনা

যে জন হবে আপনা সেই তো মদিনা 

 ২) কবর হাশর পুল সিরাতে 

কোন আপন পাবে না 

যে জন পাবে সে জন হবে শাহে মদীনা 

কবর হাশর পুল সিরাতে 

কোন আপন পাবে না 

যে জন পাবে সে জন হবে শাহে মদীনা

 উম্মতের কষ্ট নবী সইতে পারেনা। 

যে জন হবে আপনা সেই তো মদিনা

যে জন হবে আপনা সেই তো মদিনা 


৩) নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই

সারা জীবন কেঁদে ছিলেন উম্মতের মায়ায় 

নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই

সারা জীবন কেঁদে ছিলেন উম্মতের মায়ায় 

এখনো কাঁদেন তিনি সোনার মদিনা ।

যে জন হবে আপনা সেই তো মদিনা

যে জন হবে আপনা সেই তো মদিনা 

কার লাগিয়া কান্দ রে মন কার লাগিয়া বান্দ 

কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ

 কেউতো তোমার আপন হবে না না না 

যে জন হবে আপনা সেইতো মদিনা 

মদিনা মদীনা মদীনা মদীনা 

মদিনা মদীনা মদীনা মদীনা 

যে জন হবে আপনা সেই তো মদিনা 

যে জন হবে আপনা সেই তো মদিনা


Post writer: Shah Nizam Uddin 

"I work as an Islamic Music Lyric Collector. Academically, I have earned a Bachelor of Theology and Islamic Studies (BTIS) and a Kamil (Hadith and Fiqh) degree. This education helps ensure that the message and content of every Islamic song I publish are Sharia-compliant and accurate. Furthermore, my proficiency in Mathematics and English assists in maintaining the international standard and accuracy of the transliteration (pronunciation) of these lyrics. My goal is to use my academic knowledge and technical skills to create a reliable archive of Islamic Nashids in Bangla, English, Arabic, Hindi, and Urdu."

পোস্ট লিখক: শাহ নিজাম উদ্দিন 

"আমি ইসলামী সঙ্গীতের লিরিক্স সংগ্রাহক হিসেবে কাজ করি। শিক্ষাগত দিক থেকে আমি Bachelor of Theology and Islamic Studies (BTIS) এবং কামিল (হাদিস ও ফিকহ) ডিগ্রি অর্জন করেছি। এই শিক্ষা আমার প্রকাশিত প্রতিটি ইসলামী সঙ্গীতের বার্তা ও বক্তব্য যেন শরিয়ত সম্মত ও নির্ভুল হয়, তা নিশ্চিত করতে সাহায্য করে। পাশাপাশি, গণিত ও ইংরেজিতে আমার দক্ষতা এই লিরিক্সগুলোর ট্রান্সলিটারেশনকে (উচ্চারণকে) আন্তর্জাতিক মানের ও নির্ভুল রাখতে সহায়তা করে। আমার লক্ষ্য হলো আমার একাডেমিক জ্ঞান এবং প্রযুক্তিগত দক্ষতা ব্যবহার করে বাংলা, ইংরেজি , আরবি, হিন্দি, উর্দু ইসলামী নাশিদের একটি নির্ভরযোগ্য আর্কাইভ তৈরি করা।"



Comments

Popular posts

ami likhbo chiti debo tumay lyrics

কোরআন মধুরও বাণী Quran modhur bani

Meri ulfat Madine se youn hi nahi lyrics

মেরাজে যান আল্লাহর হাবীব|মেরাজের গজল লিরিক্স

Eid miladunnabi eid miladunnabi lyrics

সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে লিরিক্স