Posts

Showing posts from November, 2022

তোমাকে ডাকি যদি একবার আল্লাহ লিরিক্স tumake daki jodi akbar Allah lyrics আবদার গজল

  তোমাকে ডাকি যদি একবার আল্লাহ    আমাকে কাছে টানো বারবার   যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই  দিও দিশা এইটুকু আবদার  আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার।  ১) দুনিয়ার বুকে আমি এক মুসাফির   বুনে যাই প্রতিদিন গুনাহের জাল  স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়  আসবে কি কাঙ্খিত সোনালি সকাল  দুনিয়ার বুকে আমি এক মুসাফির  বুনে যাই প্রতিদিন গুনাহের জাল  স্বপ্নের আদল বেঁধে রাতে করে ভিড়  আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল  হয়ে গেলে পেরেশান  ও আমার রহমান   হয়ে গেলে পেরেশান  ও আমার রহমান  জিকিরে হতে দিও একাকার  আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ  আমাকে  কাছে টানো বারবার ।  ২) বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন  তুমি ছাড়া কে বলো করে দেবে দূর  তোমার দয়া প্রভু জানি সীমাহীন  ক্বলবে দাও জ্বেলে ঈমানের নূর  বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন  তুমি ছাড়া কে বলো করে দেবে দূর  তোমার দয়া প্রভু জানি সীমা...

দুঃখের দিনের দরদী মোর

 দুঃখের দিনের দরদী মোর  নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা  তুমি আসবে জানি এই আঁধার রাতে  জ্বলবে চেরাগ লা লা  দুঃখের দিনের দরদী মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা  ১) জাগবে যবে বক্ষে আমার  অপার তৃষ্ণা সাত সাহারার,  জাগবে যবে বক্ষে আমার অপার তৃষ্ণা সাত সাহারার,  জানি ধরবে তুলে কণ্ঠে আমার  জানি ধরবে তুলে কণ্ঠে আমার  কাওছারের পিয়ালা ।  নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। ২) মাঝ ধরিয়ায় উঠলো তুফান  তায় না আমি ডরি,  জানি আমার করে নিবে তোমার  শাফায়াতের তরী  মাঝ ধরিয়ায় উঠলো তুফান  তায় না আমি ডরি  জানি আমার করে নিবে তোমার  শাফায়াতের তরী  তোমায় বেঘুম নয়ন জানি কর  তোমায় বেঘুম নয়ন জানি কর  আমার নেগাহ বাণী। রাঙবে ধুসর দিনগুলি মোর  তোমার আঁখির জ্বলে ।

মা বাবার কথা মতো যেজন চলে না লিরিক্স ma babar Kotha Moto jezon Chile lyrics

 মা বাবার কথা মতো যেজন চলে না  মা বাবার কথা মতো যেজন চলে না  আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা  আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা । মা-বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে  মা-বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না  মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না  আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা  আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা । মা-বাবা অতি আপন,মা-বাবার কর যত্ন তিন কথার সাথী পাইয়া ভুইলা যাইওনা । আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা  আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা ।  জান্নাতেরী ঠিকানা খুঁজে তুমি পাইলানা।  মা-বাবার পায়ের নীচে খুঁজে দেখনা ।  আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা  আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা । জান্নাত মায়ের পায়ের নীচে,বলছেন নবী হাদিসেতে  দয়াল নবীর কথা তোমার ভাল লাগে না  আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা  আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা । তোফাজ্জল ডাইকা বলে মা-বাবার দোয়া পেলে দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না  আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা  আল্লাহ নবীজির দয়া তারা পাবেনা । মা বাবা...