সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে লিরিক্স

  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  হাদিসে হারাম লিখে অন্যে দেখিলে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  হাদীছে হারাম লিখে অন্যে দেখিলে  শাফায়াত করবেন না নবী দাইয়ুছ হলে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  ১) সৃষ্টির সেরা জাতি হইয়া  তোমরা ঘুড়িও না পর্দা ছাড়া  সৃষ্টির সেরা জাতি হইয়া  তোমরা ঘুড়িও না পর্দা ছাড়া  কি জবাব দিবে তোমরা হিসাবের দিনে কি জবাব দিবে তোমরা হিসাবের দিনে।  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  ২) শোন নারী বিনয় করি  চলিওনা পর্দা ছাড়ি  শোন নারী বিনয় করি  চলিওনা পর্দা ছাড়ি  কী জবাব দিবে তোমরা হাশরের দিনে  কী জবাব দিবে তোমরা হাশরের দিনে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে  ৩) অনেক কাটিং এর জামা পড়ে  ঠোঁটে-গালে আলতা মেখে  অনেক কাটিং এর জামা পড়ে  ঠোঁটে-গালে আলতা মেখে সিনেমা...

দুঃখের দিনের দরদী মোর

 দুঃখের দিনের দরদী মোর

 নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা 

তুমি আসবে জানি এই আঁধার রাতে 

জ্বলবে চেরাগ লা লা 

দুঃখের দিনের দরদী মোর

নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা 

১) জাগবে যবে বক্ষে আমার

 অপার তৃষ্ণা সাত সাহারার, 

জাগবে যবে বক্ষে আমার

অপার তৃষ্ণা সাত সাহারার, 

জানি ধরবে তুলে কণ্ঠে আমার 

জানি ধরবে তুলে কণ্ঠে আমার 

কাওছারের পিয়ালা । 

নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা।


২) মাঝ ধরিয়ায় উঠলো তুফান 

তায় না আমি ডরি, 

জানি আমার করে নিবে তোমার 

শাফায়াতের তরী 

মাঝ ধরিয়ায় উঠলো তুফান 

তায় না আমি ডরি 

জানি আমার করে নিবে তোমার 

শাফায়াতের তরী 

তোমায় বেঘুম নয়ন জানি কর 

তোমায় বেঘুম নয়ন জানি কর 

আমার নেগাহ বাণী।


রাঙবে ধুসর দিনগুলি মোর

 তোমার আঁখির জ্বলে ।

Comments

Popular posts

কোরআন মধুরও বাণী Quran modhur bani

আমি লিখবো চিঠি দেব তোমায় লিরিক্স ami likhbo chiti debo tumay lyrics

মেরাজে যান আল্লাহর হাবীব|মেরাজের গজল লিরিক্স

Meri ulfat Madine se youn hi nahi lyrics মেরি উলফত মাদিনে সে ইউ হি নাহি লিরিক্স

২২) সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এ মন

সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে লিরিক্স

ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী লিরিক্স Eid miladunnabi eid miladunnabi lyrics

মন আমার বাঁধা মানে না লিরিক্স

মনে বড় আশা ছিল যাব মদিনায় mone boro asha cilo jabo modinay

৮) আল্লাহ তুমি দয়ার সাগর - #হামদ #লিরিক্স