Posts

Showing posts from January, 2024

তোমাকে ডাকি যদি একবার আল্লাহ লিরিক্স tumake daki jodi akbar Allah lyrics আবদার গজল

  তোমাকে ডাকি যদি একবার আল্লাহ    আমাকে কাছে টানো বারবার   যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই  দিও দিশা এইটুকু আবদার  আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার।  ১) দুনিয়ার বুকে আমি এক মুসাফির   বুনে যাই প্রতিদিন গুনাহের জাল  স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়  আসবে কি কাঙ্খিত সোনালি সকাল  দুনিয়ার বুকে আমি এক মুসাফির  বুনে যাই প্রতিদিন গুনাহের জাল  স্বপ্নের আদল বেঁধে রাতে করে ভিড়  আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল  হয়ে গেলে পেরেশান  ও আমার রহমান   হয়ে গেলে পেরেশান  ও আমার রহমান  জিকিরে হতে দিও একাকার  আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ  আমাকে  কাছে টানো বারবার ।  ২) বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন  তুমি ছাড়া কে বলো করে দেবে দূর  তোমার দয়া প্রভু জানি সীমাহীন  ক্বলবে দাও জ্বেলে ঈমানের নূর  বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন  তুমি ছাড়া কে বলো করে দেবে দূর  তোমার দয়া প্রভু জানি সীমা...

তোরা দেখে যা আমিনা মায়ের কোলে লিরিক্স tura dekhe ja amina mayer khule lyrics

 তোরা দেখে যা আমিনা মায়ের কোলে  তোরা দেখে যা আমেনা মায়ের কোলে ।  মধু পূর্ণিমারী সেথা চাঁদ দোলে যেন উষার কোলে রাঙ্গা রবি দোলে।  তোরা দেখে যা আমেনা মায়ের কোলে ।  তোরা দেখে যা আমেনা মায়ের কোলে ।  ১) কুল মাখলুকে আজি ধ্বনি ওঠে, কে এল ঐ, কলেমা শাহাদতের বাণী ঠোঁটে, কে এল ঐ,  খোদার জ্যোতিঃ পেশানিতে ফোটে, কে এল ঐ,  আকাশ গ্রহ তারা প-ড়ে লুটে-কে এল ঐ  পড়ে দরুদ ফেরেশ্তা, বেহেশতে সব দুয়ার খোলে  পড়ে দরুদ ফেরেশ্তা, বেহেশতে সব দুয়ার খোলে  তোরা দেখে যা আমেনা মায়ের কোলে  তোরা দেখে যা আমেনা মায়ের কোলে ।  মানুষে মানুষের অধিকার দিল যে-জন,  ২) “এক আল্লাহ ছাড়া প্রভু নাই" - কহিল যে জন,  মানুষের লাগি চির-দীন বেশ ধরিল যে-জন,  বাদশা-ফকিরে এক শামিল করিল যে জন-  এল ধরায় দরা দিতে সেই সে নবী  ব্যাথিত মানবের ধ্যানের ছবি,  (আজি) মাতিল বিশ্ব-নিখিল মুক্তি-কলরোলে (আজি) মাতিল বিশ্ব-নিখিল মুক্তি-কলরোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে ।  তোরা দেখে যা আমেনা মায়ের কোলে ।