Tumi Muhammad rasul lyrics

Image
তুমি মোহাম্মাদ রাসুল লিরিক্স তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তোমার প্রেমে আমার এ মন হয়েছে ব্যাকুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মদ রাসুল ১) শান্তি সুখের পরশ নিয়ে করলে  আগমন  সেই খুশিতে উঠল মেতে সুখে এ ভুবন শান্তি সুখের পরশ নিয়ে করলে আগমন  সেই খুশিতে উঠল মেতে সুখে এ ভুবন তোমার নামে দুরুদ পড়ে  তোমার নামে দুরুদ পড়ে , বিশ্ব মানবকুল। তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল ২) আলোর পথের দিশা তুমি ভাঙলে হাজার ভুল   তুমি আমার প্রিয় নবী, মোহাম্মাদ রাসূল  আলোর পথের দিশা তুমি ভাঙলে হাজার ভুল   তুমি আমার প্রিয় নবী, মোহাম্মাদ রাসূল  দূর মদিনার বুকে ফোটা,  দূর মদিনার বুকে ফোটা,তুমি সেরা ফুল। তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল English lyrics: Tumi Muhammad rasul  Tumi Mohammad Ra...

tura dekhe ja amina mayer khule lyrics

তোরা দেখে যা আমিনা মায়ের কোলে লিরিক্স

 

তোরা দেখে যা আমিনা মায়ের কোলে 

তোরা দেখে যা আমেনা মায়ের কোলে । 

মধু পূর্ণিমারী সেথা চাঁদ দোলে

যেন উষার কোলে রাঙ্গা রবি দোলে। 

তোরা দেখে যা আমেনা মায়ের কোলে । 

তোরা দেখে যা আমেনা মায়ের কোলে । 

১) কুল মাখলুকে আজি ধ্বনি ওঠে, কে এল ঐ,

কলেমা শাহাদতের বাণী ঠোঁটে, কে এল ঐ, 

খোদার জ্যোতিঃ পেশানিতে ফোটে, কে এল ঐ, 

আকাশ গ্রহ তারা প-ড়ে লুটে-কে এল ঐ 

পড়ে দরুদ ফেরেশ্তা, বেহেশতে সব দুয়ার খোলে 

পড়ে দরুদ ফেরেশ্তা, বেহেশতে সব দুয়ার খোলে 

তোরা দেখে যা আমেনা মায়ের কোলে 

তোরা দেখে যা আমেনা মায়ের কোলে । 

মানুষে মানুষের অধিকার দিল যে-জন, 

২) “এক আল্লাহ ছাড়া প্রভু নাই" - কহিল যে জন, 

মানুষের লাগি চির-দীন বেশ ধরিল যে-জন, 

বাদশা-ফকিরে এক শামিল করিল যে জন- 

এল ধরায় দরা দিতে সেই সে নবী

 ব্যাথিত মানবের ধ্যানের ছবি, 

(আজি) মাতিল বিশ্ব-নিখিল মুক্তি-কলরোলে

(আজি) মাতিল বিশ্ব-নিখিল মুক্তি-কলরোলে।

তোরা দেখে যা আমেনা মায়ের কোলে । 

তোরা দেখে যা আমেনা মায়ের কোলে । 

গজলের ইংরেজি উচ্চারণ (English Transliteration)

Tora dekhe jaa Amina mayer kole

Tora dekhe jaa Amina mayer kole.

Modhu purnimaari shetha chand dole

Jeno ushaar kole ranga robi dole.

Tora dekhe jaa Amina mayer kole.

Tora dekhe jaa Amina mayer kole.

1)

Kul makhluqe aji dhoni othe, ke elo oi,

Kalema shahadoter baani thõte, ke elo oi,

Khodar jyoti peshanite fõte, ke elo oi,

Aakash groho taara pōre lute—ke elo oi

Pōre durud fereshta, beheshte shob duar khole

Pōre durud fereshta, beheshte shob duar khole

Tora dekhe jaa Amina mayer kole

Tora dekhe jaa Amina mayer kole.

2)

Manushe manusher odhikar dilo je-jon,

"Ek Allah chhaara probhu nai" - kohilo je jon,

Manusher laagi chiro-din besh dhorilo je-jon,

Badsha-fokire ek shaamil korilo je jon—

Elo dhoraay dora dite shei she Nobi

Byathito maanob-er dhyaner chhobi,

(Aji) maatil bishwo-nikhil mukti-kolorole

(Aji) maatil bishwo-nikhil mukti-kolorole.

Tora dekhe jaa Amina mayer kole.

Tora dekhe jaa Amina mayer kole.

বাংলা গজল এর সারসংক্ষেপ

বাংলা সাহিত্যের অমর কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত এটি একটি কালজয়ী নাতে রাসূল। এই গজলটি হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্ম এবং বিশ্বমানবতার মুক্তিদাতা হিসেবে তাঁর আগমনকে কেন্দ্র করে রচিত। গানের প্রথম দুটি লাইনে তাঁর আগমনকে পূর্ণিমার চাঁদ ও ভোরের সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে, যা মানবজাতির ওপর তাঁর আলো ও প্রভাবকে ফুটিয়ে তোলে। এটি বাংলা ইসলামী সঙ্গীতের এক অনবদ্য সৃষ্টি।

গজলের অর্থ বা মূল বার্তা (Central Theme/Message)

এই নাতে রাসূলটির মূল বার্তা হলো—মুহাম্মদ (সা.) শুধু একজন নবী নন, তিনি মানবজাতির জন্য সাম্য ও মুক্তির দিশারী। গজলটিতে বলা হয়েছে, তাঁর আগমনের সঙ্গে সঙ্গেই সমস্ত সৃষ্টিজগৎ (কুল মাখলুক) কলেমা শাহাদতের বাণী উচ্চারণ করে জেগে ওঠে এবং আরশের সব দুয়ার খুলে যায়। দ্বিতীয় স্তবকে বিশেষভাবে তাঁর সামাজিক বিপ্লবের কথা বলা হয়েছে: তিনি মানুষকে মানুষের অধিকার দিয়েছেন, বাদশাহ ও ফকিরকে এক কাতারে শামিল করেছেন এবং 'এক আল্লাহ ছাড়া প্রভু নাই' এই তৌহিদের ঘোষণা দিয়েছেন। এটি ব্যাথিত মানবজাতির জন্য মুক্তির এক আনন্দ-কোলাহল।

গজলের শিল্পী বা উৎস সম্পর্কে তথ্য (Artist/Source Information)

গজল/নাত: তোরা দেখে যা আমিনা মায়ের কোলে

রচয়িতা: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম

ধরন: নাতে রাসূল 

বিষয়বস্তু: হজরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও তাঁর সর্বজনীন দাওয়াত।

শিল্পী/উৎস: এই গানটি বিভিন্ন বিখ্যাত শিল্পী (যেমন আব্বাসউদ্দীন আহমদ, ফেরদৌসী রহমান, প্রমুখ) এবং আধুনিক শিল্পীরাও পরিবেশন করেছেন। 

Post writer: Shah Nizam Uddin 

"আমি ইসলামী সঙ্গীতের লিরিক্স সংগ্রাহক হিসেবে কাজ করি। শিক্ষাগত দিক থেকে আমি Bachelor of Theology and Islamic Studies (BTIS) এবং কামিল (হাদিস ও ফিকহ) ডিগ্রি অর্জন করেছি। এই শিক্ষা আমার প্রকাশিত প্রতিটি ইসলামী সঙ্গীতের বার্তা ও বক্তব্য যেন শরিয়ত সম্মত ও নির্ভুল হয়, তা নিশ্চিত করতে সাহায্য করে। পাশাপাশি, গণিত ও ইংরেজিতে আমার দক্ষতা এই লিরিক্সগুলোর ট্রান্সলিটারেশনকে (উচ্চারণকে) আন্তর্জাতিক মানের ও নির্ভুল রাখতে সহায়তা করে। আমার লক্ষ্য হলো আমার একাডেমিক জ্ঞান এবং প্রযুক্তিগত দক্ষতা ব্যবহার করে বাংলা, ইংরেজি , আরবি, হিন্দি, উর্দু ইসলামী  নাশিদের একটি নির্ভরযোগ্য আর্কাইভ তৈরি করা।"


Comments

Popular posts

ami likhbo chiti debo tumay lyrics

কোরআন মধুরও বাণী Quran modhur bani

Meri ulfat Madine se youn hi nahi lyrics

মেরাজে যান আল্লাহর হাবীব|মেরাজের গজল লিরিক্স

Eid miladunnabi eid miladunnabi lyrics

সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে লিরিক্স