shobe borat alo lyrics
- Get link
- X
- Other Apps
শবে বরাত এলো লিরিক্স| শবে বরাতের গজল
শবে বরাত এলো আবার শবে বরাত এলো
শবে বরাত এলো আবার শবে বরাত এলো
আরশ হতে রহমতেরই বার্তা নিয়ে এলো
আরশ হতে রহমতেরই বার্তা নিয়ে এলো
শবে বরাত এলো আবার শবে বরাত এলো
শবে বরাত এলো আবার শবে বরাত এলো
১) আরশ থেকে ঝরছে আজি রহমতেরি ঢল
ওহে মুমিন মিটাও পিয়াস দিয়ে তারই জল
আরশ থেকে ঝরছে আজি রহমতেরি ঢল
ওহে মুমিন মিটাও পিয়াস দিয়ে তারই জল
ক্ষমার শীতল শিশির পেতে দামান তোমার মেলো
শবে বরাত এলো আবার শবে বরাত এলো
শবে বরাত এলো আবার শবে বরাত এলো।
২) তাসবীহ-তাহলিল দীর্ঘ রুকু সিজদায় পড়ে থেকে
মনে প্রভুর প্রেমের ছবি নিভৃতে যাও এঁকে
তাসবীহ-তাহলিল দীর্ঘ রুকু সিজদায় পড়ে থেকে
মনে প্রভুর প্রেমের ছবি নিভৃতে যাও এঁকে
কেঁদে কেঁদে পাপের শেকড় উপরে সবি ফেলো
শবে বরাত এলো আবার শবে বরাত এলো
শবে বরাত এলো আবার শবে বরাত এলো
৩) রান্না খাওয়া আতশবাজি রসম ও রেওয়াজ
ভিড় জমানো ঘোরাঘুরি বন্ধ কর আজ
রান্না খাওয়া আতশবাজি রসম ও রেওয়াজ
ভিড় জমানো ঘোরাঘুরি বন্ধ কর আজ
গুনাহ মাফের জন্য আজি রবের পায়ে লুটে পড়ো
শবে বরাত এলো আবার শবে বরাত এলো
শবে বরাত এলো আবার শবে বরাত এলো
আরশ হতে রহমতেরই বার্তা নিয়ে এলো
আরশ হতে রহমতেরই বার্তা নিয়ে এলো
শবে বরাত এলো আবার শবে বরাত এলো
শবে বরাত এলো আবার শবে বরাত এলো
শবে বরাত এলো আবার শবে বরাত এলো।
গজলের ইংরেজি উচ্চারণ (English Transliteration)
Shobe Borat elo abar Shobe Borat elo
Shobe Borat elo abar Shobe Borat elo
Arsh hote rohomoteri barta niye elo
Arsh hote rohomoteri barta niye elo
Shobe Borat elo abar Shobe Borat elo
Shobe Borat elo abar Shobe Borat elo
1)
Arsh theke jhorchhe aaji rohomoteri dhol
Ohe Mumin mitao piyas diye taari jol
Arsh theke jhorchhe aaji rohomoteri dhol
Ohe Mumin mitao piyas diye taari jol
Khõmar shitol shishir pete daaman tomar melo
Shobe Borat elo abar Shobe Borat elo
Shobe Borat elo abar Shobe Borat elo
2)
Tashbih-tahlil dirgho ruku shijdhay pore theke
Mone Probhur premer chhobi nibhrite jao ẽke
Tashbih-tahlil dirgho ruku shijdhay pore theke
Mone Probhur premer chhobi nibhrite jao ẽke
Kẽde kẽde paaper shekor upre shobi felo
Shobe Borat elo abar Shobe Borat elo
Shobe Borat elo abar Shobe Borat elo
3)
Ranna khaoa atoshbaji roshom o rewaaj
Bhir jomano ghora-ghuri bondho koro aaji
Ranna khaoa atoshbaji roshom o rewaaj
Bhir jomano ghora-ghuri bondho koro aaji
Gunah mafer jonno aaji Rober paaye lute poro
Shobe Borat elo abar Shobe Borat elo
Shobe Borat elo abar Shobe Borat elo
(Chorus Repeat)
Arsh hote rohomoteri barta niye elo
Arsh hote rohomoteri barta niye elo
Shobe Borat elo abar Shobe Borat elo
Shobe Borat elo abar Shobe Borat elo
Shobe Borat elo abar Shobe Borat elo.
Post writer: Shah Nizam Uddin
"I work as an Islamic Music Lyric Collector. Academically, I have earned a Bachelor of Theology and Islamic Studies (BTIS) and a Kamil (Hadith and Fiqh) degree. This education helps ensure that the message and content of every Islamic song I publish are Sharia-compliant and accurate. Furthermore, my proficiency in Mathematics and English assists in maintaining the international standard and accuracy of the transliteration (pronunciation) of these lyrics. My goal is to use my academic knowledge and technical skills to create a reliable archive of Islamic Nashids in Bangla, English, Arabic, Hindi, and Urdu."
পোস্ট লিখক: শাহ নিজাম উদ্দিন
"আমি ইসলামী সঙ্গীতের লিরিক্স সংগ্রাহক হিসেবে কাজ করি। শিক্ষাগত দিক থেকে আমি Bachelor of Theology and Islamic Studies (BTIS) এবং কামিল (হাদিস ও ফিকহ) ডিগ্রি অর্জন করেছি। এই শিক্ষা আমার প্রকাশিত প্রতিটি ইসলামী সঙ্গীতের বার্তা ও বক্তব্য যেন শরিয়ত সম্মত ও নির্ভুল হয়, তা নিশ্চিত করতে সাহায্য করে। পাশাপাশি, গণিত ও ইংরেজিতে আমার দক্ষতা এই লিরিক্সগুলোর ট্রান্সলিটারেশনকে (উচ্চারণকে) আন্তর্জাতিক মানের ও নির্ভুল রাখতে সহায়তা করে। আমার লক্ষ্য হলো আমার একাডেমিক জ্ঞান এবং প্রযুক্তিগত দক্ষতা ব্যবহার করে বাংলা, ইংরেজি , আরবি, হিন্দি, উর্দু ইসলামী নাশিদের একটি নির্ভরযোগ্য আর্কাইভ তৈরি করা।
"
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment
আপনার মতামত শেয়ার করুন। দয়া করে শালীন ভাষা ব্যবহার করুন। অপ্রাসঙ্গিক বা স্প্যাম কমেন্ট অনুমোদিত হবে না।"
"Share your thoughts! Please use respectful language. Irrelevant or spam comments will not be approved."