Tumi Muhammad rasul lyrics

Image
তুমি মোহাম্মাদ রাসুল লিরিক্স তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তোমার প্রেমে আমার এ মন হয়েছে ব্যাকুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মদ রাসুল ১) শান্তি সুখের পরশ নিয়ে করলে  আগমন  সেই খুশিতে উঠল মেতে সুখে এ ভুবন শান্তি সুখের পরশ নিয়ে করলে আগমন  সেই খুশিতে উঠল মেতে সুখে এ ভুবন তোমার নামে দুরুদ পড়ে  তোমার নামে দুরুদ পড়ে , বিশ্ব মানবকুল। তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল ২) আলোর পথের দিশা তুমি ভাঙলে হাজার ভুল   তুমি আমার প্রিয় নবী, মোহাম্মাদ রাসূল  আলোর পথের দিশা তুমি ভাঙলে হাজার ভুল   তুমি আমার প্রিয় নবী, মোহাম্মাদ রাসূল  দূর মদিনার বুকে ফোটা,  দূর মদিনার বুকে ফোটা,তুমি সেরা ফুল। তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল English lyrics: Tumi Muhammad rasul  Tumi Mohammad Ra...

tumra suno Na suno Na suno Na re

তোমরা শুনো না, শুনো না, শুনো নারে লিরিক্স


 তোমরা শুনো না, শুনো না, শুনো নারে 

 নুরের নবী-ধ্যানের ছবি যায় যে দিদারে 

তোমরা শুনো না, শুনো না, শুনো নারে 

নুরের নবী-ধ্যানের ছবি যায় যে দিদারে 

দাওয়াত করেছেন আল্লাহ দয়াল নবীরে

দাওয়াত করেছেন আল্লাহ দয়াল নবীরে।

নুরের নবী-ধ্যানের ছবি যায় যে দিদারে 

নুরের নবী-ধ্যানের ছবি যায় যে দিদারে

১) আমার নবীর নাই তুলনা 

ঔ নবীকে কেউ ভুল না 

আমার নবীর নাই তুলনা 

ঔ নবীকে কেউ ভুল না 

নবীকে মনে রাখিলে শান্তি কবরে।

নবীকে মনে রাখিলে শান্তি কবরে। 

নুরের নবী-ধ্যানের ছবি যায় যে দিদারে 

নুরের নবী-ধ্যানের ছবি যায় যে দিদারে 

২) আমারি মরণের পরে 

 রাখবে আমারে কবরে

আমারি মরণের পরে 

রাখবে আমারে কবরে 

কাউকে সেথায় পাব না, পাব নবীরে।

কাউকে সেথায় পাব না, পাব নবীরে

নুরের নবী-ধ্যানের ছবি যায় যে দিদারে 

নুরের নবী-ধ্যানের ছবি যায় যে দিদারে 

* তোমরা শুনো না, শুনো না, শুনো নারে 

নুরের নবী-ধ্যানের ছবি যায় যে দিদারে 

তোমরা শুনো না, শুনো না, শুনো নারে 

নুরের নবী-ধ্যানের ছবি যায় যে দিদারে 

দাওয়াত করেছেন আল্লাহ দয়াল নবীরে

দাওয়াত করেছেন আল্লাহ দয়াল নবীরে।

নুরের নবী-ধ্যানের ছবি যায় যে দিদারে 

নুরের নবী-ধ্যানের ছবি যায় যে দিদারে

গজলটির সংক্ষিপ্ত ভূমিকা (Introduction)

এই গজলটি নবী মুহাম্মদ (সা.)-এর প্রতি মুমিনের গভীর ভালোবাসা এবং তাঁর শান-ও-মান (মর্যাদা) নিয়ে লেখা। গানে রাসূল (সা.)-কে 'নূরের নবী' ও 'ধ্যানের ছবি' হিসেবে উল্লেখ করে তাঁর অতুলনীয় মর্যাদা তুলে ধরা হয়েছে। বিশেষভাবে গজলটিতে আল্লাহ কর্তৃক নবীকে দাওয়াত করা অর্থাৎ মিরাজ শরীফের ইঙ্গিত রয়েছে, যা নবীজির সর্বশ্রেষ্ঠত্বের প্রমাণ। এই গজলটি প্রতিটি মুমিনকে নবীকে সবসময় হৃদয়ে ধারণ করার এবং পরকালের মুক্তির জন্য তাঁর শাফায়াত কামনার প্রেরণা দেয়।

৩. গানের অর্থ বা মূল বার্তা নিয়ে একটি অনুচ্ছেদ (Central Theme/Message)

এই গজলটির মূল বার্তাটি হলো – নবী মুহাম্মদ (সা.)-এর ভালোবাসা ও স্মরণই আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্বল। গানের দ্বিতীয় স্তবকে বলা হয়েছে, মৃত্যুর পরে যখন কবরে একা থাকতে হবে, তখন আর কাউকে নয়, কেবল প্রিয় নবীকেই পাশে পাওয়া যাবে। এই বিষয়টি তাঁর প্রতি আমাদের ঈমানকে আরও দৃঢ় করে। আল্লাহ্ নিজেই যখন নবীকে দিদার বা সাক্ষাতের জন্য দাওয়াত করেছেন, তখন আমাদেরও উচিত তাঁর দেখানো পথে অবিচল থাকা এবং নবীকে সবসময় স্মরণ করা। নবীকে হৃদয়ে রাখলে কবরে শান্তি পাওয়া যাবে – এই চিরন্তন সত্যটিই গানটির মাধ্যমে প্রচারিত হয়েছে।

Comments

Popular posts

ami likhbo chiti debo tumay lyrics

কোরআন মধুরও বাণী Quran modhur bani

Meri ulfat Madine se youn hi nahi lyrics

মেরাজে যান আল্লাহর হাবীব|মেরাজের গজল লিরিক্স

Eid miladunnabi eid miladunnabi lyrics

সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে লিরিক্স