tumra suno Na suno Na suno Na re
- Get link
- X
- Other Apps
তোমরা শুনো না, শুনো না, শুনো নারে লিরিক্স
তোমরা শুনো না, শুনো না, শুনো নারে
নুরের নবী-ধ্যানের ছবি যায় যে দিদারে
তোমরা শুনো না, শুনো না, শুনো নারে
নুরের নবী-ধ্যানের ছবি যায় যে দিদারে
দাওয়াত করেছেন আল্লাহ দয়াল নবীরে
দাওয়াত করেছেন আল্লাহ দয়াল নবীরে।
নুরের নবী-ধ্যানের ছবি যায় যে দিদারে
নুরের নবী-ধ্যানের ছবি যায় যে দিদারে
১) আমার নবীর নাই তুলনা
ঔ নবীকে কেউ ভুল না
আমার নবীর নাই তুলনা
ঔ নবীকে কেউ ভুল না
নবীকে মনে রাখিলে শান্তি কবরে।
নবীকে মনে রাখিলে শান্তি কবরে।
নুরের নবী-ধ্যানের ছবি যায় যে দিদারে
নুরের নবী-ধ্যানের ছবি যায় যে দিদারে
২) আমারি মরণের পরে
রাখবে আমারে কবরে
আমারি মরণের পরে
রাখবে আমারে কবরে
কাউকে সেথায় পাব না, পাব নবীরে।
কাউকে সেথায় পাব না, পাব নবীরে
নুরের নবী-ধ্যানের ছবি যায় যে দিদারে
নুরের নবী-ধ্যানের ছবি যায় যে দিদারে
* তোমরা শুনো না, শুনো না, শুনো নারে
নুরের নবী-ধ্যানের ছবি যায় যে দিদারে
তোমরা শুনো না, শুনো না, শুনো নারে
নুরের নবী-ধ্যানের ছবি যায় যে দিদারে
দাওয়াত করেছেন আল্লাহ দয়াল নবীরে
দাওয়াত করেছেন আল্লাহ দয়াল নবীরে।
নুরের নবী-ধ্যানের ছবি যায় যে দিদারে
নুরের নবী-ধ্যানের ছবি যায় যে দিদারে
গজলটির সংক্ষিপ্ত ভূমিকা (Introduction)
এই গজলটি নবী মুহাম্মদ (সা.)-এর প্রতি মুমিনের গভীর ভালোবাসা এবং তাঁর শান-ও-মান (মর্যাদা) নিয়ে লেখা। গানে রাসূল (সা.)-কে 'নূরের নবী' ও 'ধ্যানের ছবি' হিসেবে উল্লেখ করে তাঁর অতুলনীয় মর্যাদা তুলে ধরা হয়েছে। বিশেষভাবে গজলটিতে আল্লাহ কর্তৃক নবীকে দাওয়াত করা অর্থাৎ মিরাজ শরীফের ইঙ্গিত রয়েছে, যা নবীজির সর্বশ্রেষ্ঠত্বের প্রমাণ। এই গজলটি প্রতিটি মুমিনকে নবীকে সবসময় হৃদয়ে ধারণ করার এবং পরকালের মুক্তির জন্য তাঁর শাফায়াত কামনার প্রেরণা দেয়।
৩. গানের অর্থ বা মূল বার্তা নিয়ে একটি অনুচ্ছেদ (Central Theme/Message)
এই গজলটির মূল বার্তাটি হলো – নবী মুহাম্মদ (সা.)-এর ভালোবাসা ও স্মরণই আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্বল। গানের দ্বিতীয় স্তবকে বলা হয়েছে, মৃত্যুর পরে যখন কবরে একা থাকতে হবে, তখন আর কাউকে নয়, কেবল প্রিয় নবীকেই পাশে পাওয়া যাবে। এই বিষয়টি তাঁর প্রতি আমাদের ঈমানকে আরও দৃঢ় করে। আল্লাহ্ নিজেই যখন নবীকে দিদার বা সাক্ষাতের জন্য দাওয়াত করেছেন, তখন আমাদেরও উচিত তাঁর দেখানো পথে অবিচল থাকা এবং নবীকে সবসময় স্মরণ করা। নবীকে হৃদয়ে রাখলে কবরে শান্তি পাওয়া যাবে – এই চিরন্তন সত্যটিই গানটির মাধ্যমে প্রচারিত হয়েছে।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment
আপনার মতামত শেয়ার করুন। দয়া করে শালীন ভাষা ব্যবহার করুন। অপ্রাসঙ্গিক বা স্প্যাম কমেন্ট অনুমোদিত হবে না।"
"Share your thoughts! Please use respectful language. Irrelevant or spam comments will not be approved."