Posts

Tumi Muhammad rasul lyrics

Image
তুমি মোহাম্মাদ রাসুল লিরিক্স তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তোমার প্রেমে আমার এ মন হয়েছে ব্যাকুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মদ রাসুল ১) শান্তি সুখের পরশ নিয়ে করলে  আগমন  সেই খুশিতে উঠল মেতে সুখে এ ভুবন শান্তি সুখের পরশ নিয়ে করলে আগমন  সেই খুশিতে উঠল মেতে সুখে এ ভুবন তোমার নামে দুরুদ পড়ে  তোমার নামে দুরুদ পড়ে , বিশ্ব মানবকুল। তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল ২) আলোর পথের দিশা তুমি ভাঙলে হাজার ভুল   তুমি আমার প্রিয় নবী, মোহাম্মাদ রাসূল  আলোর পথের দিশা তুমি ভাঙলে হাজার ভুল   তুমি আমার প্রিয় নবী, মোহাম্মাদ রাসূল  দূর মদিনার বুকে ফোটা,  দূর মদিনার বুকে ফোটা,তুমি সেরা ফুল। তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল তুমি মোহাম্মাদ রাসুল গো তুমি মোহাম্মাদ রাসুল English lyrics: Tumi Muhammad rasul  Tumi Mohammad Ra...

shobe borat alo lyrics

শবে বরাত এলো লিরিক্স| শবে বরাতের গজল   শবে বরাত এলো আবার শবে বরাত এলো  শবে বরাত এলো আবার শবে বরাত এলো  আরশ হতে রহমতেরই বার্তা নিয়ে এলো  আরশ হতে রহমতেরই বার্তা নিয়ে এলো  শবে বরাত এলো আবার শবে বরাত এলো  শবে বরাত এলো আবার শবে বরাত এলো  ১) আরশ থেকে ঝরছে আজি রহমতেরি ঢল  ওহে মুমিন মিটাও পিয়াস দিয়ে তারই জল আরশ থেকে ঝরছে আজি রহমতেরি ঢল  ওহে মুমিন মিটাও পিয়াস দিয়ে তারই জল  ক্ষমার শীতল শিশির পেতে দামান তোমার মেলো  শবে বরাত এলো আবার শবে বরাত এলো  শবে বরাত এলো আবার শবে বরাত এলো। ২) তাসবীহ-তাহলিল দীর্ঘ রুকু সিজদায় পড়ে থেকে  মনে প্রভুর প্রেমের ছবি নিভৃতে যাও এঁকে  তাসবীহ-তাহলিল দীর্ঘ রুকু সিজদায় পড়ে থেকে  মনে প্রভুর প্রেমের ছবি নিভৃতে যাও এঁকে  কেঁদে কেঁদে পাপের শেকড় উপরে সবি ফেলো  শবে বরাত এলো আবার শবে বরাত এলো  শবে বরাত এলো আবার শবে বরাত এলো  ৩) রান্না খাওয়া আতশবাজি রসম ও রেওয়াজ  ভিড় জমানো ঘোরাঘুরি বন্ধ কর আজ  রান্না খাওয়া আতশবাজি রসম ও রেওয়াজ  ভিড় জমানো ঘোরাঘুরি বন্ধ কর আ...

Burak rofrof chore nobi lyrics

বোরাক রফরফ চড়ে নবী করিলেন মেরাজ লিরিক্স   বোরাক রফরফ চড়ে নবী করিলেন মেরাজ বোরাক রফরফ চড়ে নবী করিলেন মেরাজ আল্লাহ দিলেন সেরা উপহার আমাদের নামাজ আল্লাহ দিলেন সেরা উপহার আমাদের নামাজ  বোরাক রফরফ চড়ে নবী করিলেন মেরাজ বোরাক রফরফ চড়ে নবী করিলেন মেরাজ আল্লাহ দিলেন সেরা উপহার আমাদের নামাজ আল্লাহ দিলেন সেরা উপহার আমাদের নামাজ ১) আরশ কুরসি লওহ কলম হলো যে খুশী  আরশ কুরসি লওহ কলম হলো যে খুশী  প্রাণের নবীকে নিলেন দেখ আল্লাহর পাশাপাশি প্রাণের নবীকে নিলেন দেখ আল্লাহর পাশাপাশি  প্রেমের গেলাফ মধুর আলাপ  প্রেমের গেলাফ মধুর আলাপ আরশে হবে আজ আল্লাহ দিলেন সেরা উপহার আমাদের নামাজ আল্লাহ দিলেন সেরা উপহার আমাদের নামাজ বোরাক রফরফ চড়ে নবী করিলেন মেরাজ  আল্লাহ দিলেন সেরা উপহার আমাদের নামাজ আল্লাহ দিলেন সেরা উপহার আমাদের নামাজ ২) স্বাগতম জানায় নবীরা এসে আল আকসাতে   হুর গেলেমান দেয় যে সালাম সবার উপরেতে স্বাগতম জানায় নবীরা এসে আল আকসাতে হুর গেলেমান দেয় যে সালাম সবার উপরেতে  নামাজ এনে প্রিয় নবীজি নামাজ এনে প্রিয় নবীজি গড়লেন এই সমাজ আল্লাহ দিলেন সেরা উপহার...

ami likhbo chiti debo tumay lyrics

Image
আমি লিখবো চিঠি, দেব তোমায় লিরিক্স আমি লিখবো চিঠি, দেব তোমায়   পাখি, পৌঁছে দিও রওজায়। আমি লিখবো চিঠি, দেব তোমায়  পাখি, পৌঁছে দিও রওজায়। আমি থাকবো বসে এই আশায়,  চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকবো বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখবো চিঠি, দেব তোমায়  পাখি, পৌঁছে দিও রওজায় আমি লিখবো চিঠি, দেব তোমায়  পাখি, পৌঁছে দিও রওজায় ১) কবে আসবে মদিনার পয়গাম? গায়ে বাঁধবো হাজীদের এহরাম। কবে আসবে মদিনার পয়গাম? গায়ে বাঁধবো হাজীদের এহরাম।  আমি ঘুরবো মদিনার চারিপাশ,  দু'চোখে দেখবো সাবজে গুম্বাজ। আমি ঘুরবো মদিনার চারিপাশ,  দু'চোখে দেখবো সাবজে গুম্বাজ। আমি লিখবো চিঠি, দেব তোমায়  পাখি, পৌঁছে দিও রওজায়। আমি লিখবো চিঠি, দেব তোমায়  পাখি, পৌঁছে দিও রওজায়। ২) তৃষ্ণায় কাতর আমার এই মন,  তৃষ্ণা মেটাবে কূপে জমজম।  তৃষ্ণায় কাতর আমার এই মন,  তৃষ্ণা মেটাবে কূপে জমজম সে পানি মাখবো আমি সারা গায়,  পাখি, পৌঁছে দিও রওজায়।  সে পানি মাখবো আমি সারা গায়,  পাখি, পৌঁছে দিও রওজায়।  আমি লিখবো চিঠি, দেব তোমায়...

tumra suno Na suno Na suno Na re

তোমরা শুনো না, শুনো না, শুনো নারে লিরিক্স   তোমরা শুনো না, শুনো না, শুনো নারে   নুরের নবী-ধ্যানের ছবি যায় যে দিদারে  তোমরা শুনো না, শুনো না, শুনো নারে  নুরের নবী-ধ্যানের ছবি যায় যে দিদারে  দাওয়াত করেছেন আল্লাহ দয়াল নবীরে দাওয়াত করেছেন আল্লাহ দয়াল নবীরে। নুরের নবী-ধ্যানের ছবি যায় যে দিদারে  নুরের নবী-ধ্যানের ছবি যায় যে দিদারে ১) আমার নবীর নাই তুলনা  ঔ নবীকে কেউ ভুল না  আমার নবীর নাই তুলনা  ঔ নবীকে কেউ ভুল না  নবীকে মনে রাখিলে শান্তি কবরে। নবীকে মনে রাখিলে শান্তি কবরে।  নুরের নবী-ধ্যানের ছবি যায় যে দিদারে  নুরের নবী-ধ্যানের ছবি যায় যে দিদারে  ২) আমারি মরণের পরে   রাখবে আমারে কবরে আমারি মরণের পরে  রাখবে আমারে কবরে  কাউকে সেথায় পাব না, পাব নবীরে। কাউকে সেথায় পাব না, পাব নবীরে নুরের নবী-ধ্যানের ছবি যায় যে দিদারে  নুরের নবী-ধ্যানের ছবি যায় যে দিদারে  * তোমরা শুনো না, শুনো না, শুনো নারে  নুরের নবী-ধ্যানের ছবি যায় যে দিদারে  তোমরা শুনো না, শুনো না, শুনো নারে  নুরের নব...

Eid miladunnabi eid miladunnabi lyrics

Image
ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী লিরিক্স ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  খুশিতে দোলে আজকে সৃষ্টির সবি  খুশিতে দোলে আজ কে সৃষ্টির সবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ১) রহমতে আলা নুরে মুজাসসাম  সৃষ্টি তোমার নূরে আরশ ও ক্বলম রহমতে আলা নূরে মুজাসসাম  সৃষ্টি তোমার নূরে আরশ ও ক্বলম  ধরার বুকে এলে ওগো রবি  ধরার বুকে এলে ওগো রবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ২) আজকে ধরায় লাখো ফেরেশতায়  মারহাবা ইয়া রাসূল সুরে সুরে গায়  আজকে ধরায় লাখো ফেরেশতায়  মারহাবা ইয়া রাসূল সুরে সুরে গায় গুনগুন গান গায় ভ্রমরা সবি  গুনগুন গান গায় ভ্রমরা সবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী  ৩)  ধন্য মা আমেনা পেয়ে শাহে মদিনা  যাঁর প্রেমে এ নিখিল হলো যে দেওয়ানা  ধন্য মা আমেনা পেয়ে শাহে মদিনা  যাঁর প্রেমে এ নিখিল হলো যে দেওয়ানা  সব নবীদের মাঝে তব ছবি  ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী ...

Meri ulfat Madine se youn hi nahi lyrics

Meri ulfat Madine se youn hi nahi lyrics   Meri ulfat Madine se youn hi nahi Mere aaqa ka rouza Madine mein hai Mein Madine ki jaanib na kaise khinchu mera deen aur dunya madine mein hai মেরি উলফত মাদিনে সে ইয়ু হি নাহি  মেরে আকা কা রওজা মাদিনে মে হ্যায়  মে মদিনে কি জানিব না কেয়ছে খিঁচু  মেরা দ্বীন অর দুনিয়া মাদিনে মে হ্যায় arsh e azam se jis ki barri shaan hai roza e mustafa jis ki pehchaan hai jis ka humpalla koi muhalla nahi Eik aisa muhalla Madine mein hai  আরশ ই আজম সে জিস কি বারি শান হ্যায়  রোজা ই মোস্তফা জিস কি পেহচান হ্যায়  জিস কা হাম্পাল্লা কোয়ি মুহাল্লা নাহি  ইক এয়সা মুহাল্লা মাদিনে মে হ্যায় phir mujhe maut ka koi khatra na ho maut kya zindagi ki bhi parwa na ho kaash sarkar eik baar mujh se kahein ab tera marna jeena Madine mein hai  ফির মুঝে মাউত কা কোয়ি খাতরা না হো  মৌত কিয়া জিন্দেগি কি ভি পরওয়া না হো  কাশ সরকার এক বার মুজ সে কাহেঁ  আব তেরা মারনা জীনা মাদিনে মেঁ হ্যায় Sarware do jahaa se dua hai meri ...

tura dekhe ja amina mayer khule lyrics

তোরা দেখে যা আমিনা মায়ের কোলে লিরিক্স   তোরা দেখে যা আমিনা মায়ের কোলে  তোরা দেখে যা আমেনা মায়ের কোলে ।  মধু পূর্ণিমারী সেথা চাঁদ দোলে যেন উষার কোলে রাঙ্গা রবি দোলে।  তোরা দেখে যা আমেনা মায়ের কোলে ।  তোরা দেখে যা আমেনা মায়ের কোলে ।  ১) কুল মাখলুকে আজি ধ্বনি ওঠে, কে এল ঐ, কলেমা শাহাদতের বাণী ঠোঁটে, কে এল ঐ,  খোদার জ্যোতিঃ পেশানিতে ফোটে, কে এল ঐ,  আকাশ গ্রহ তারা প-ড়ে লুটে-কে এল ঐ  পড়ে দরুদ ফেরেশ্তা, বেহেশতে সব দুয়ার খোলে  পড়ে দরুদ ফেরেশ্তা, বেহেশতে সব দুয়ার খোলে  তোরা দেখে যা আমেনা মায়ের কোলে  তোরা দেখে যা আমেনা মায়ের কোলে ।  মানুষে মানুষের অধিকার দিল যে-জন,  ২) “এক আল্লাহ ছাড়া প্রভু নাই" - কহিল যে জন,  মানুষের লাগি চির-দীন বেশ ধরিল যে-জন,  বাদশা-ফকিরে এক শামিল করিল যে জন-  এল ধরায় দরা দিতে সেই সে নবী  ব্যাথিত মানবের ধ্যানের ছবি,  (আজি) মাতিল বিশ্ব-নিখিল মুক্তি-কলরোলে (আজি) মাতিল বিশ্ব-নিখিল মুক্তি-কলরোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে ।  তোরা দেখে যা আমেনা মায়ের কোলে ।...

dikhe dikhe hasi lukhe Luke luke Khushi lyrics

চলছেন নবী মেরাজে লিরিক্স  দিকে দিকে হাসি। লোকে লোকে খুশি। সব পুলকে দোলেরে, চলছেন নবী মেরাজে। ১) এই ফুর্তির দোলা জাগে চাঁদ সিতারায়,          জাগিছে দোলকে-ভূলোকে। সাজিয়াছে জান্নাত,       গাহে হুর মালায়েক,            দরুদ হরসে পুলকে। ডাকি বারী তায়ালা মাহবুবে আলা,  এসো গো মোর দরবারে। চলছেন নবী মেরাজে।। ২) মৌ মৌ গন্ধে ভরপুর চারিদিক        মারহাবা মারহাবা কলতান, উছলিত কাউছার, জান্নাতি দ্বার সব     খুলিয়া দিয়াছেন রিদওয়ান। উঠে রনি রনি সালাম ধ্বনি  মিলন বিণা বাঝেরে।  চলছেন নবী মেরাজে। ৩) চলে আজি বোরাক       পিছে ফেলে ছায়াপথ,       দোলক-ভূলোক বেদিয়া। নূরানি পথ ধরে ফেলে সাত আসমান  সিদরাতুল মুনতাহা ছেদিয়া। চলে চারু ছন্দে নাচিয়া আনন্দে,  পিঠে নিয়ে মোর নবীকে। চলছেন নবী মেরাজে।। - মাওলানা কবি রুহুল আমীন খান Post writer: Shah Nizam Uddin  "I work as an Islamic Music Lyric Collector. Academically, I have earned a Bachel...

Nikhiler chiro Sundar srishti lyrics

 নিখিলের চির সুন্দর সৃষ্টি -------- গোলাম মোস্তফা  নিখিলের চির সুন্দর সৃষ্টি  আমার মোহাম্মদ রাসুল  কুল মাখলুকাতের গুলবাগে  যেন একটি ফোটা ফুল।  * নূরের রবি যে আমার নবী  পূণ্য করুণা ও প্রেমের ছবি  মহিমা গায় তারি নিখিল কবি  কেউ নয় তার সমতুল।  * পিয়ারা নবী যেই এলো দুনিয়ায়  হাসিল নিখিল আলোক আভায়  পুলক লাগিল তরু ও লতায়  খুশিতে সবাই মশগুল  * আঁধার রাতের সে যে চাঁদের কিরণ  মরু সাহারার বুকে সুধা বরিষন   নিরব ধরার গুলবাগিচাতে  যেন  গান গেতে এলো বুলবুল ।।

nobi mur porosh moni lyrics

নবী মোর পরশ মনি লিরিক্স   নবী মোর পরশ মনি  নবী মোর সোনার খনি,  নবী নাম জপে যে জন  সেই তো দোজাহানের ধনী  নবী মোর নূরে খোদা  তার তরে সকল পয়দা  আদমের কলবেতে  তাঁরই নূরের রওশানি  ওই নামে সুর ধরিয়া  পাখি যায় গান করিয়া  যে নামে আকুল হয়ে  ফুল ফুটে সোনার বরণি  চাঁদ সূরোজ গ্রহ তারা  তারই নূরের ইশারা  নইলে যে অন্ধকারে  ডুবি তো এই ধরণী  ওই নামে মধু মাখা  যে নামে জাদু রাখা  ওই নামে মজনু হলো  মাওলা আমার কাদের গনি  নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে  কাণ্ডারী হইয়া নবী  পার করিবেন সেই তরনী